Kandi News মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। ধৃতকে মঙ্গলবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম বিরূপ ঘোষ। ভরতপুরের কুয়ে নদীর বাঁধের উপরে গত ২৩ তারিখে নৃশংসভাবে খুন করা হয় সেহালাই গ্রামের তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষকে। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আগেই পুলিশ তিনজনকে গ্রেফতার করে। পরে সোমবার রাতে কান্দি বাসস্ট্যান্ড থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে ধৃতকে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে কান্দি মহকুমা আদালতে পেশ করে ভরতপুর থানা।
Kandi News সরকারি আইনজীবী শুভ্র মিশ্র জানান, ভরতপুরে ষষ্ঠী ঘোষ নামে একজনকে খুনের অভিযোগ হয়। রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। নৃশংসভাবে খুন করা হয়। মৃতের স্ত্রী এফআইআর করে। সেই এফআইআর এ আজকে যাকে গ্রেফতার করে নিয়ে আসে তিনি এক নম্বর আসামী বিরুপ ঘোষ। তাঁকে আজকে কোর্টে পেশ করে পুলিশ। কোর্ট ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
Kandi News উল্লেখ্য এই ঘটনায় ভরতপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মৌসুমী ঘোষের স্বামী মিহির ঘোষ সহ এক ব্যক্তিকে। মৃতের পরিবারের তরফে চারজনের নামে ভরতপুর থানায় অভিযোগ দায়ের হয়। এরপরেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ইব্রাহিম শেখ ও কালাম সেখকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ইব্রাহিম শেখের নাম ছিল এফআইআর কপিতে। ধৃতরা ভরতপুরের সুনিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।