Kandi News অপেক্ষা কয়েক বছরের। এবার কি অপেক্ষার অবসান ঘটবে? কৌতূহল বাড়ছে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বাসিন্দাদের মনে। কারণ কান্দি মহকুমা হাসপাতালের নতুন বিল্ডিং চালু এখন সময়ের অপেক্ষা। এমনটাই দাবি করছেন জেলা প্রশাসনিক কর্তাব্যক্তি, জনপ্রতিনিধিরা। বিধানসভার হেলথ স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দলের পরিদর্শনের একদিনের মাথায় বৃহস্পতিবার কান্দি মহকুমা হাসপাতালে পরিদর্শনে যান মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল, কান্দির বিধায়ক অপূর্ব সরকার, হাসপাতাল সুপার, কান্দি পৌরসভার কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে কান্দি মহকুমা হাসপাতালে ১৫৪ বেডের নতুন আইপিডি ভবন ঘুরে দেখেন সরেজমিনে। পরিদর্শনের পরেই কৌতূহলের অবসান ঘটান মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র। তিনি জানান, খুব তাড়াতাড়ি জনসাধারণের পরিষেবায় এই বিভাগ চালু হবে।

Kandi News মুর্শিদাবাদ জেলা শাসক কী জানিয়েছেন?
Kandi News মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র বলেন, “১৫৪ বেডের যে নতুন আইপিডি সেকশন ( In-Patient Department) করা হয়েছে কান্দি সাব ডিভিশানাল হাসপাতালে, সিএমওএইচ আছেন, বিধায়ক আছেন ওনাদের উপস্থিতিতে দেখতে এসেছি।” পরিকাঠামোর প্রশংসায় জেলা শাসক জানান, খুব ভালো পরিকাঠামো ( Infrastructure)। তাড়াতাড়ি পাবলিকের জন্য ওপেন করার ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। আর কত দিন অপেক্ষা করতে হবে কান্দিবাসীকে? যে প্রশ্নের উত্তরে জেলা শাসক বলেন, “পরিকাঠামো রেডি। এইচআর এর অনুমোদনের অপেক্ষা আছে সেটাও দ্রুত পেয়ে যাব। আমার আশা এটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে”

Kandi News ২০২২ সাল থেকেই কান্দি হাপাতালের নতুন বিল্ডিং এর কথা শুনছেন কান্দির মানুষ। কান্দির বিধায়কের দাবি অত্যন্ত আধুনিক মানের পরিষেবার ব্যবস্থা করা হয়েছে হাসপাতালে।
Kandi News উদ্বোধন হলেও চালু হল না কান্দি হাসপাতালে নয়া বিল্ডিং ! স্ট্যান্ডিং কমিটি সফরে প্রশ্ন
Kandi News কী জানালেন কান্দির বিধায়ক?
Kandi News কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, ” কান্দি হাসপাতাল তার নতুন বিল্ডিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কান্দি মহকুমার মানুষের জন্যে এই হাসপাতাল তৈরি করে দিয়েছেন। হাসপাতালের পরিকাঠামো রেডি, সব রেডি, ছোটখাট দুএকটি ইস্যু আছে। খুব শীঘ্রই চালু হয়ে যাবে। তিনি আরও বলেন, তৈরি হয়েছে চাইল্ড ইউনিট। শিশুদের কথা ভেবে বিশেষ ভাবে হয়েছে অন্দরসজ্জা। যা হয়তো অনেক নার্সিংহোমেই নেই।”

Kandi News মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন কান্দি হাসপাতালের নতুন বিল্ডিং এর
Kandi News উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ মাসের ৩ তারিখ কান্দি মহকুমা হাসপাতালের ১০০ শয্যার নতুন হাসপাতাল ভবন নির্মাণের কাজ শুরু হয়। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে হাসপাতালের নতুন ভবনের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ২০২৫ সালের মে মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কান্দি মহকুমা হাসপাতালে নতুন বিল্ডিং উদ্বোধন করেন। বলেছিলেন, নতুন বিল্ডিং, ইমার্জেন্সি পরিষেবা, ৬টি বেডের ডায়ালেসিস সেন্টার করতে খরচ হয়েছে ১২ কোটি ৫২ লক্ষ টাকা।এরপরেই অক্টোবরে বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডাঃ নির্মল মাজিরত নেতৃত্বে প্রতিনিধিদল হাপাতাল পরিদর্শন করেন। এবার ঘুরে দেখলেন খোদ জেলা শাসক। স্বাভাবিকভাবেই চিকিৎসা পরিষেবার উন্নতির ক্ষেত্রে আশার আলো দেখছেন কান্দিবাসী।









