Kandi News যে দিকে দুচোখ যায় শুধুই জল আর জল। বোঝাই মুশকিল যে ক দিন আগেও এই পথ দিয়েই চলত যানবাহন, মাঠে মাঠে ব্যস্ততা থাকত কৃষকদের। নদী বাঁধের জল উপচে রাস্তাঘাট, ঘর বাড়ি, দোকানপাট থেকে চাষের জমি আজ জলে জলাকার। জলবন্দি দশা মুর্শিদাবাদের কান্দি ব্লকের হিজল গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর, সুভাষনগর, আহিরিনগর, রানিপুরে। জরুরী প্রয়োজনীয় স্থানীয়দের ভরসা নৌকা। সুভাষনগরেই জলবন্দি শতাধিক পরিবার। গ্রামে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। কান্দি থেকে চৌরিগাছা যাওয়ার প্রধান রাস্তাও জলের তলায়। কেউ নৌকা, কেউ ডিঙ্গি নৌকায় চেপে যাচ্ছেন কাজে।
Kandi News একনাগাড়ে বৃষ্টিতে জল বেড়েছে নদীতে। দ্বারকা নদীর বাঁধ ভেঙে একের পর এক গ্রামে জল ঢুকেছে হু হু করে। জলবন্দি দশায় দিন যাপন চলছে উৎকণ্ঠা আর অনিশ্চয়তায়। স্থানীয়রা বলছেন- সপ্তাহ দুয়েক ধরে জল যন্ত্রণা। কবে স্বাভাবিক ছন্দে ফিরবে গ্রাম? এভাবে আর কতদিন জলে ডুবে থাকবে ঘর বাড়ি, রাস্তা ঘাট, স্কুল , অফিস! উৎকণ্ঠা আর আতঙ্কে দিন গুজরান জলবন্দিদের।