Kandi News নদী থেকে বালি চুরি! বড়সড় র‍্যাকেট ধরা পড়ল কান্দিতে

Published By: PRIYANKA DEB BISWAS | Published On:

Kandi News পুজোর মরশুমকে টার্গেট করে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে চলছিল এই কারবার? নদী গর্ভ থেকে অবৈধভাবে হচ্ছিল বালি চুরি!  প্রশাসনের নজরদারিকে বুড়ো আঙুল দেখিয়ে  রাতের অন্ধকারে কাজ সারছিল বালি পাচারকারিরা!  Illegal Sand Mining Racket  যদিও হল না শেষ রক্ষা। রাতের অন্ধকারে  নদী থেকে বালি তোলার সময় হাতেনাতে ধরা পড়ল বালি মাফিয়াদের বড়সড় র‍্যাকেট। এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে। কান্দি থানার পুলিশ সুত্রে জানা গেছে, ০৯.১০.২০২৫ তারিখে, কান্দির শ্রীকৃষ্ণপুরে দ্বারকা নদী থেকে অবৈধভাবে লাল বালি উত্তোলনের বিষয়ে গোপন সুত্রে খবর পায় কান্দি থানা। গোপন তথ্যের ভিত্তিতে কান্দি থানার বিশেষ দল ঘটনাস্থলে যায়। এরপরেই সামনে আসে আসল ঘটনা।

Kandi News কীভাবে ধরা পড়ল এই র‍্যাকেট?

Kandi News  পুলিশ সুত্রে জানা গেছে,  দুটি নৌকা ব্যবহার করে কয়েকজন ব্যক্তিকে নদী থেকে অবৈধভাবে লাল বালি উত্তোলন করছিল।  যে ঘটনা দেখেই তাদের ধাওয়া করা হয়। পুলিশ দেখেই পালানোর চেষ্টা করে দুষ্কৃতিরা। দীর্ঘক্ষণ ধরে ধাওয়া করার পর এই অবৈধ কারবারে  জড়িত ব্যক্তিদের আটক করে পুলিশ। বৈধ কাগজপত্র দেখাতে বলা হলেও, তারা তা দেখাতে ব্যর্থ হয় বলেই অভিযোগ। জিজ্ঞাসাবাদের সময়, তারা তাদের পরিচয় প্রকাশ করে এবং অন্যায়ভাবে লাভের জন্য নদী থেকে অবৈধভাবে লাল বালি উত্তোলনের কথা স্বীকার করেছে বলেই জানা গেছে।

Kandi News
Kandi News

 

Kandi News  পুলিশের জালে ১৮ জন!

Kandi News কান্দি থানার পুলিশ সুত্রে জানা গেছে, ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে এই ঘটনায়। এছাড়াও, দ্বারকা নদীর তীরে শ্রীকৃষ্ণপুর ওভারব্রিজের নীচ থেকে দুটি নৌকা এবং এই সম্পর্কিত অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। অবৈধ এই কারবারের জাল কতদূর বিস্তৃত? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তে নেমেছে পুলিশ। 

Kandi News অবৈধ বালি খাদান রুখতে কড়া হুঁশিয়ারি কান্দি থানার আইসি মৃণাল সিনহার

Kandi News কান্দি থানার আইসি মৃণাল সিনহা জানিয়েছেন, ” বিগত কয়েকদিন ধরে একটা খবর আসছিল হিজল অঞ্চলের শ্রীকৃষ্ণপুর, সাবিত্রীনগর সহ বিস্তীর্ণ এলাকায় নদী থেকে অবৈধভাবে রাতের অন্ধকারে বালি পাচার করা হচ্ছিল। এটা সম্পূর্ণভাবে অবৈধ। রাতের অন্ধকারে নৌকায় করে নদী থেকে বালি তুলে সেই বালি পাচার করা হচ্ছিল। এই খবর আসার পরেই মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ উপার কুমার সানি রাজের নির্দেশ মতো যে কোনভাবেই অবৈধ বালি খাদান চলবে না- এই নির্দেশ মতোই অবৈধ কারবারের বিরুদ্ধে টিম তৈরি করে গত রাতে তিন নৌকা সহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ধৃতদের কান্দি কোর্টে তোলা হয়।” 

See also  Doultabad bad road condition খানাখন্দে ভরা ৭ কিমি রাস্তা, জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত দৌলতবাদে