Kandi News দ্রুত গতিতে আসছিল গাড়ি! তারপর যা ঘটল

Published By: Imagine Desk | Published On:

Kandi News  সাইকেল নিয়ে সকাল সকাল বাড়ি থেকে বেড়িয়েছিলেন কাজে। আচমকাই পেছন দিক থেকে একটি দ্রুত গতির গাড়ি এসে ধাক্কায় দিল। আর তারপর মুহূর্তের মধ্যে সব শেষ! রাস্তায় ছিটকে পড়লেন সাইকেল আরোহী। মাথা ফেটে বেরোতে থাকল রক্ত। ছুটে এলেন স্থানীয় লোকজন। মর্মান্তিক এই ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদে।

Kandi News বুধবার সকালে মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত বৈদ্যনাথপুর – তারাপুর রাজ্যে সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, একটি সরকারি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে পথচারীর। মৃতের নাম সুকুর সেখ। বয়স ৬৪ বছর। বড়ঞার বৈদ্যনাথপুর গ্রামেরই বাসিন্দা সে। মৃতের পরিবারের সদস্যরা জানান, সুকুর সেখ রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময় একটি দ্রুত গতিতে আসা সরকারি স্টিকার লাগানো গাড়ি ধাক্কা দেয়।  ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রক্তাক্ত অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। দেহ ময়নাতদন্ত হয়। দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে। অন্যদিকে ঘটনাস্থলে পুলিশ যায়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে। ঘাতক গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হয়।

Kandi News স্থানীয়রা বাসিন্দাদের দাবি, প্রশাসন নিরপেক্ষ পদক্ষেপ নিক। এই ধরনের পথ দুর্ঘটনা যাতে আর না ঘটে, আর কোন নিরিহের প্রাণ যেন না যায়, সেদিকে লক্ষ্য নেওয়া হোক।