Kandi News শ্রাবণ শনিবারে শিবের মাথায় জল ঢালতে বীরভূম থেকে বহরমপুরের গিয়েছিলেন নাতনিকে নিয়ে। গঙ্গা স্নান সেরে, জল নিয়ে ফেরার পথে ঘটে গেল বিপদ। চলন্ত ট্রাক্টর থেকে পড়ে গিয়ে প্রাণ গেল বীরভূমের এক প্রৌঢ়ের । শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে কান্দিতে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
Kandi News জানা গিয়েছে, বীরভূমের ময়ুরেশ্বর থানা এলাকার চন্দ্রহাটের বাসিন্দা হাটু হাজরা সঙ্গে নাতনিকে নিয়ে ১৬ জনের দলের সাথে বহরমপুরে গিয়েছিলেন গঙ্গা জল আনতে। রাতে ফেরার পথে কান্দিতে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ট্রাক্টরে বসে থাকাকালীন ঘুমিয়ে যান। বেসামাল হয়ে পড়ে যান গাড়ি থেকে। তড়িঘড়ি ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। শোকের ছায়া নেমে আসে সহযাত্রীদের মধ্যে।