Kandi News উদ্বোধন হলেও চালু হল না কান্দি হাসপাতালে নয়া বিল্ডিং ! স্ট্যান্ডিং কমিটি সফরে প্রশ্ন । ১২ কোটির নতুন বিল্ডিং’এ কবে চিকিৎসা পাবেন কান্দির মানুষ ? এটাই এখন চর্চার বিষয় কান্দিতে। প্রায় ২০২২ সাল থেকেই কান্দি হাসপাতালের নতুন বিল্ডিং’এর কথা শুনছেন কান্দির মানুষ। তবে ২০২৫ সালের অক্টোবরের মাঝে এসেও চালু হল না সেই হাসপাতাল। হাসপাতাল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee । তাও কেন চালু হল না হাসপাতাল ? সোমবার সন্ধ্যায় কান্দি মহকুমা হাসপাতালে স্ট্যান্ডিং কমিটির সফর থেকে উঠে এল এই প্রশ্নই।
Kandi News হাসপাতাল চালু করেন মুখ্যমন্ত্রী

Kandi News ২০২৫ সালের মে মাসে মুখ্যমন্ত্রী কান্দি মহকুমা হাসপাতালে ১০০ বেডের নতুন বিল্ডিং চালু হচ্ছে বলে ঘোষণা করেন। জানান নতুন বিল্ডিং, ইমার্জেন্সি পরিষেবা, ৬টি বেডের ডায়ালেসিস সেন্টার করতে খরচ হয়েছে ১২ কোটি ৫২ লক্ষ টাকা। তবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ অবধি এই নতুন বিল্ডিং চালু হয় নি।
আরও পড়ুনঃ নবজাতকের চিকিৎসায় নতুন দিশা দেখাল কান্দি মহকুমা হাসপাতাল
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কান্দির বিধায়ক অপূর্ব সরকার জানিয়েছিলেন, রাজ্যে স্বাস্থ্য দফতরের উদ্যোগে কান্দি মহকুমা হাসপাতালে ১০০ বেডের নতুন বিল্ডিং তৈরীর কাজ শুরু হবে। টেন্ডার নোটিশও হয়ে গিয়েছে বলে জানিয়েছিলেন অপূর্ব সরকার, ২০২৩ সালের মার্চ মাসের ৩ তারিখ কান্দি মহকুমা হাসপাতালের ১০০ শয্যার নতুন হাসপাতাল ভবন নির্মাণের কাজ শুরু হয়। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে হাসপাতালের নতুন ১০০ বেডের ভবনের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ২০২৫ এর মে মাসে হয় উদ্বোধন।
সোমবার বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডাক্তার নির্মল মাজিও স্বীকার করেছেন নতুন বিল্ডিং চালু করতে ডাক্তার, নার্স, সাফাইকর্মী ও নিরাপত্তারক্ষীর খামতি রয়েছে। তাঁর দাবি, সাফাইকর্মী ও নিরাপত্তারক্ষী নিয়োগের বিষয়টা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তবে চিকিৎসক নিয়োগ ও নার্স নিয়োগের বিষয়টি নিয়ে আদালতের দিকে আঙুল তুলেছেন ডাক্তার নির্মল মাজি। তাঁর দাবি, দ্রুত নিয়োগ শুরু হবে। চিকিৎসক নিয়োগে কান্দির দিকে বাড়তি নজর থাকবে স্বাস্থ্য দপ্তরের।
Kandi News বিধায়ক গৌরী শঙ্কর ঘোষও বলেন, নিরাপত্তাকর্মী, সাফাইকর্মী নেই বলে নতুন বিল্ডিং চালু করা যাচ্ছে না। যতো তারাতারি চালু হবে মানুষ পরিষেবা পাবে। তিনি বলেছেন, কার্ডিওলজিস্ট নেই, নিউরোলজিস্ট নেই, নেফ্রলজিস্ট নেই। এই পদগুলিও দরকার আছে। শুধু বিল্ডিং করলে হবে না। আরও সরঞ্জাম দরকার, আরও ভালো ডাক্তার দরকার। তবে কান্দির মানুষ বলছেন, অনেক তো শিলান্যাস, উদ্বোধন হল। এবার নতুন বিল্ডিং চালু হোক। Kandi News কান্দি হাসপাতালে নয়া বিল্ডিং চালু করা নিয়ে প্রশ্ন স্ট্যান্ডিং কমিটিতেই।









