Kandi News ১৭ বছর ধরে আত্মগোপন কেন? বাংলাদেশি গ্রেপ্তারে রহস্য

Published By: Imagine Desk | Published On:

Kandi News  এক বছর বা দু বছর নয়! একেবারে ১৭ বছর ধরে বসবাস মুর্শিদাবাদের কান্দিতে। বাংলাদেশি হয়েও  বৈধ কোন কাগজপত্র ছাড়াই আত্মগোপন!  এই অভিযোগে গ্রেপ্তার এক বাংলাদেশি । শনিবার রাতে কান্দি থানার অন্তর্গত হিজলের গোপালপুর এলাকা থেকে কান্দি থানার পুলিশ গ্রেপ্তার করে মহির মোল্লা নামে  বাংলাদেশি যুবককে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ২০০৮ সালে মহির বাংলাদেশ থেকে ভারতে আসে এবং বিয়ে করে হিজলের গোপালপুরে শ্বশুর বাড়িতেই সংসার পাতে। অভিযোগ, মহির মোল্লার কাছে  ছিল না কোন বৈধ কাগজপত্র। পরিযায়ী শ্রমিক হিসেবে মুম্বইয়ে  কাজ করত সে। মুম্বই থেকে বাড়ি ফিরতেই পুলিশের র‍্যাডারে আসে মহির। পুলিশের অভিযানে অবশেষে হাতেনাতে গ্রেপ্তার হয়।  রবিবার ধৃতকে ৭ দিনের হেফাজতে চেয়ে কান্দি কোর্টে পাঠায় পুলিশ। বাংলাদেশি হয়ে কোন বৈধ নথি ছাড়া কীভাবে সে ভারতে প্রবেশ করেছিল! সেটাই এখন রহস্যের বিষয়ের। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্তে কান্দি থানা।