Kandi News: কান্দিতে ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার, গাফিলতি কার ?

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত্তঃ কান্দিঃ ভোরবেলা ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার । বৃদ্ধার নাম পূর্ণ্যলক্ষী চন্দ্র। বয়স ৭৭। মুর্শিদাবাদ জেলার কান্দির জেমো ইন্দ্রতলার ওই বাসিন্দা এদিন ভোরে তুলতে গিয়েছিলেন। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধার ।
মৃতের পরিবারের সদস্যরা জানান, অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে ফুল তুলতে বেরিয়েছিলেন পুর্ন্য লক্ষী চন্দ্র। বাড়ির কাছেই একটি পুকুরের ধারে গিয়ে ফুল তুলছিলেন । স্থানীয়রা জানান, রাস্তার ওপর একটি পরিত্যক্ত টেলিফোন পোলে রাস্তার লাইটের সংযোগ ছিল। আর সেই টেলিফোন পোলে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধা মহিলার। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন । স্হানীয় পৌরসভার গাফিলতির ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবী করেছেন মৃতের পরিবারের সদস্যরা।