এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Kandi স্বাস্থ্য অধিকর্তাও দেখলেন কান্দির নতুন হাসপাতাল বিল্ডিং। কিন্তু, চালু কবে ?

Published on: October 22, 2025
Kandi New hospital building

Kandi রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাও দেখলেন কান্দির নতুন হাসপাতাল বিল্ডিং। কিন্তু হাসপাতাল চালু হবে কবে ? এই প্রশ্নের নির্দিষ্ট কোনও উত্তর দেন নি তিনি। তবে জানিয়েছেন, দ্রুত নতুন বিল্ডিং চালু হয়ে যাবে। বুধবার কান্দি মহকুমা হাসপাতাল পরিদর্শনে করেছেন  রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (Director of Health Service) ডাঃ স্বপন কুমার সোরেন । তিনি নতুন বিল্ডিং ঘুরে দেখেন।

আরও পড়ুনঃ Kandi News উদ্বোধন হলেও চালু হল না কান্দি হাসপাতালে নয়া বিল্ডিং ! স্ট্যান্ডিং কমিটি সফরে প্রশ্ন

Kandi রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার,  মুর্শিদাবাদের সিএমওএইচ ডাঃ সন্দীপ সান্যাল। এর আগে ১৬ অক্টোবর  কান্দি মহকুমা হাসপাতালে পরিদর্শনে যান মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। ঘুরে দেখেন নতুন বিল্ডিং।

Kandi কী জানিয়েছিলেন জেলা শাসক ?

Kandi News  সেদিন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র বলেছিলেন , “১৫৪ বেডের যে নতুন আইপিডি সেকশন ( In-Patient Department) করা হয়েছে কান্দি সাব ডিভিশানাল হাসপাতালে, সিএমওএইচ আছেন, বিধায়ক আছেন ওনাদের উপস্থিতিতে দেখতে এসেছি।”

পরিকাঠামোর প্রশংসায় জেলা শাসক জানিয়েছিলেন ,  খুব ভালো পরিকাঠামো ( Infrastructure)। তাড়াতাড়ি পাবলিকের জন্য ওপেন করার ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। আর কত দিন অপেক্ষা করতে হবে কান্দিবাসীকে? যে প্রশ্নের উত্তরে জেলা শাসক বলেছিলেন,   “পরিকাঠামো রেডি। এইচআর এর অনুমোদনের অপেক্ষা আছে সেটাও দ্রুত পেয়ে যাব। আমার আশা এটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে”।

Kandi কী জানালেন স্বাস্থ্য অধিকর্তা ?

বুধবার হাসপাতালের নতুন ভবন পরিদর্শন করে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (Director of Health Service) ডাঃ স্বপন কুমার সোরেন বলেছেন,  ” এটা রেগুলার পরিদর্শন। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কান্দিতে একটা ভালো হাসপাতাল তৈরি করা সেখানে সমস্ত ভালো পরিষেবা পাওয়া যাবে। কিছু ওয়ার্ড নতুন ভবনে নিয়ে আসা হচ্ছে”। তবে কবে এই হাসপাতালের নতুন ভবন চালু হবে ? সেই প্রশ্নের উত্তরে কোনও নির্দিষ্ট দিনের কথা জানান নি তিনি। তবে ডাঃ স্বপন কুমার সোরেন জানান, সিএমওএইচ বিষয়টি দেখে নেবেন। দ্রুত নতুন বিল্ডিং চালু হবে।

Kandi কী বলেছিল স্ট্যান্ডিং কমিটি ?

১৩ অক্টোবর নতুন বিল্ডিং ঘুরে দেখেন বিধানসভায় স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটর সদস্যরা। সেদিন সোমবার বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান  ডাক্তার নির্মল মাজিও স্বীকার করেছেন নতুন বিল্ডিং চালু করতে ডাক্তার, নার্স, সাফাইকর্মী ও নিরাপত্তারক্ষীর খামতি রয়েছে। তাঁর দাবি,  সাফাইকর্মী ও নিরাপত্তারক্ষী নিয়োগের বিষয়টা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তবে চিকিৎসক নিয়োগ ও নার্স নিয়োগের বিষয়টি নিয়ে আদালতের দিকে আঙুল তুলেছেন ডাক্তার নির্মল মাজি। তাঁর দাবি, দ্রুত নিয়োগ শুরু হবে। চিকিৎসক নিয়োগে  কান্দির দিকে বাড়তি নজর থাকবে স্বাস্থ্য দপ্তরের। এরপর হাসপাতাল পরিদর্শন করেন মুর্শিদাবাদের জেলা শাসক। বুধবার হাসপাতালের নতুন ভবন পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা।

Kandi News New Building

প্রায় ২০২২ সাল থেকেই কান্দি হাসপাতালের নতুন বিল্ডিং’এর কথা শুনছেন কান্দির মানুষ। তবে ২০২৫ সালের অক্টোবরের মাঝে এসেও চালু হল না সেই হাসপাতাল। হাসপাতাল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee । তাও কেন চালু হল না হাসপাতাল ?   উঠছে এই প্রশ্নও।

২০২৫ সালের মে মাসে মুখ্যমন্ত্রী কান্দি মহকুমা হাসপাতালে ১০০ বেডের নতুন বিল্ডিং চালু হচ্ছে বলে ঘোষণা করেন। জানান নতুন বিল্ডিং, ইমার্জেন্সি পরিষেবা,  ৬টি বেডের ডায়ালেসিস সেন্টার করতে খরচ হয়েছে  ১২ কোটি ৫২ লক্ষ টাকা। তবে অক্টোবরের তৃতীয়  সপ্তাহ অবধি এই নতুন বিল্ডিং চালু হয় নি। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে হাসপাতালের নতুন ১০০ বেডের ভবনের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কান্দির বাসিন্দাদের আশা, নতুন বিল্ডিং চালু হলে স্বাস্থ্য পরিষেবা ভালো হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now