এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Kandi- khargram bridgeপুরন্দরপুরে কানা ময়ূরাক্ষীর উপরে কি হবে ব্রি

Published on: September 24, 2024

Kandi- khargram bridge মুর্শিদাবাদের খড়গ্রাম ও কান্দির মধ্য দিয়ে বয়ে গিয়েছে কানা ময়ূরাক্ষী নদী। এই নদীর একদিকে খড়গ্রামের বালিয়ার ধামালিপাড়া অন্যদিকে কান্দির পুরন্দরপুর। নদীর দুপারের বাসিন্দাদের নদী পার করে যোগাযোগের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। বাঁশের সাঁকো দিয়েই নিত্যদিন ঝুকির পারাপার করেন দুই পারের বহু মানুষ। বর্ষায় নদীতে জল বাড়লে আতঙ্ক বাড়ে নিত্য যাত্রীদের। দুর্ঘটনার সংখ্যাটাও নেহাত কম নয়। এই ঝুঁকিপূর্ণ পারাপার থেকে রেহাই পেতে দীর্ঘদিনের দাবী স্থায়ী একটি ব্রিজ নির্মাণের। বর্তমানে, সেই আশার আলো দেখতে পাচ্ছেন স্থানীয়রা। কারন, দাবী মতোই মঙ্গলবার এলাকা পরিদর্শনে যান খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত, পূর্ত দপ্তর আধিকারিকদের বিশেষ প্রতিনিধি দল। পরিদর্শন শেষে আধিকারিকেরা জানিয়েছেন, প্রাথমিক ভাবে এলাকা পরিদর্শন করা হল। এই রিপোর্ট তারা উর্ধতন কতৃপক্ষকে পাঠাবেন।
এই ব্রিজ তৈরি হলে উপকৃত হবেন দুই ব্লকের বহু গ্রামের হাজার হাজার মানুষ। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য দ্রুত ব্রিজ নির্মান হবে, গ্রামবাসীদের স্বপ্ন পূরণ হবে বলেই আশা রাখছেন খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত। বিধায়ক বলেন- “২৫ সালের শুরুতেই ব্রিজের কাজ শুরু হয়ে যাবে”। ব্রিজ তৈরি নিয়ে আশায় বুক বাঁধছেন কানা ময়ূরাক্ষী নদীর ধারের দুই ব্লকের মানুষ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now