kandi kali puja theme ভূতের বাড়ি! চারিদিকে গা ছমছমে পরিবেশ। আর এই বাড়িতেই শাকচুন্নি, ব্রহ্মদৈত্য, মেছোভূত, ডাইনি, রাক্ষসী সহ বিভিন্ন ধরনের ভূত ঘুরে বেড়াচ্ছে। এমনই গা ছমছে ভূতের বাড়িই এবারের কালী পুজোর থিম কান্দি থানা পাড়া কালী পুজো কমিটির। পুরনো জমিদার বাড়ি ঠিক যেন হন্টেড হাউস। কালী পুজোর রাতেই এই পুজোর উদ্বোধন করেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার সহ স্থানীয় জন প্রতিনিধি, প্রশাসনিক কর্তাব্যক্তিরা।
গা হিম করা ছমছমে এক পরিবেশ তুলে ধরতে চেয়েছেন পুজো উদ্যোক্তারা। বিভিন্ন গাছপালা, কাঠ, বাঁশ সহ নানান সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। সেই মতোই প্রতিমা ও ভূতের মডেল তৈরি হয়েছে। থিমের উপর নির্ভর করে আলোকসজ্জা হয়েছে। পুজো মণ্ডপে প্রবেশ করার মুখেই দেখা যাবে কঙ্কাল। এরপর ভিতরে ঢুকতেই চোখের সামনে বিভিন্ন ভূত দেখা যাবে। ভুতুড়ে বাড়ির আনাচে-কানাচে, বাড়ির উপরে বাদুড়ের দল।
kandi kali puja theme গা হিম করা ভূতের বাড়িতে কালী আরাধনা কান্দিতে
Published By: Imagine Desk |
Published On: