Kandi Hospital সদ্যোজাত অদলবদল ! এই অভিযোগে তীব্র উত্তেজনা কান্দি হাসপাতালে

Published By: Imagine Desk | Published On:

Kandi Hospital দুই শিশুর মৃতদেহ অদলবদলের অভিযোগ! যে অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল কান্দি মহকুমা হাসপাতালে। ঠিক কী কারণে ঘটে গেল এই চাঞ্চল্যকর পরিস্থিতি? জানা গিয়েছে, রবিবার দুপুরে কান্দির নামুকান্দি এলাকার এক প্রসূতির অস্ত্রপ্রচার হয়। গর্ভেই মৃত্যু হয় সন্তানের। অস্ত্রপচার করে গর্ভের মৃত সন্তান প্রসব করানো হয় কান্দি মহকুমা হাসপাতালে। এদিনই ঘটে আরেক ঘটনা। খড়গ্রামের এড়োয়ালির এক প্রসূতিও শিশুপুত্রের জন্মদেন। যদিও কিছুক্ষণ পরেই সদ্যোজাতর মৃত্যু হয়।

Kandi Hospital  কী অভিযোগ?

অভিযোগ, দুই শিশুর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার সময় তা বদলে যায়। শুরু হয় গোলমাল। অভিযোগ ওঠে এই দুই শিশুর দেহ অদলবদল করা হয়েছে। এক প্রসূতির আত্মীয় জানান, ” গর্ভেই সন্তানের মৃত্যু হয়। তিনদিন ধরে রোগী হাসপাতালে ভর্তি ছিল। অস্ত্রপচার করে প্রসবের পর শিশুটিকে দেখানো হয়। কিন্তু পরে যে শিশু দেওয়া হয় তা দেখেই বোঝা যায় অদলবদল হয়েছে। চিৎকার চেঁচামেচি শুরু হতেই আস্ল ঘটনা সামনে আসে।”

Kandi Hospital খড়গ্রামের প্রসূতির পরিবার বাড়ি নিয়ে চলে যায় নবজাতকের দেহ। হাসপাতাল থেকে পরিবারের সাথে যোগাযোগ করে ফিরিয়ে আনা হয় শিশুর দেহ। পরে তা আবার কান্দির প্রসূতির পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শিশুর দেহ অদলবদলের অভিযোগে হাসপাতালে উত্তেজনা ছড়ায়।

Kandi Hospital হাসপাতাল কর্তৃপক্ষ কী জানান?

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কান্দি থানার পুলিশ ও এসিএমওএইচ। এইনিয়ে এসিএমওএইচ ডাঃ সৌমিক দাস জানান। ” দুটি বাচ্চাই মৃত ছিল। এক বাচ্চার সাথে অন্য বাচ্চার পরিবর্তন হয়ে যায়। লিখিত অভিযোগ পেলে বিভাগীয় তদন্ত করা হবে।”

যদিও পরে মেটে সমস্যা। নিজেদের শিশুর দেহ নিয়েই বাড়ি ফেরে পরিবার।