kandi Hospital চলতি বছরের ৬ মে- মুর্শিদাবাদের সুতিতে প্রশাসনিক সভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ” কান্দি মহকুমা হাসপাতালের ১০০ বেডের ইনডোর, এমার্জেন্সি বিল্ডিং, ৬ টি বেডের ডায়লেসিস সেন্টার চালু করা হল। এর জন্য ১২ কোটি ৫২ লক্ষ টাকা খরচ হয়েছে। ” তারপর ১ লা ডিসেম্বর। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর প্রায় সাত মাস পর চালু হল কান্দি হাসপাতালের নতুন বিল্ডিং।
আরও পড়ুন- Mamata Banerjee ডিসেম্বরে মুর্শিদাবাদে CM মমতা বন্দ্যোপাধ্যায়, করবেন সভা
kandi Hospital মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর চালু কান্দির নতুন হাসপাতাল
kandi Hospital ২ রা ডিসেম্বর তিন দিনের মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী। ৪ ডিসেম্বর বহরমপুর স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদানের সভা করবেন। তার আগেই চালু হল কান্দি হাসপাতালের নতুন বিল্ডিং। ১০০ থেকে বেড়ে বেড সংখ্যা ১৫৪। সোমবার আনুষ্ঠানিক ভাবে শুরু হল ১৫৪ বেডের নতুন ভবনে রোগী পরিষেবা। সূচনা পর্বে হাজির ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দি হাসপাতাল সুপার রাজেশ কুমার সাহা, কান্দির এসডিও প্রদীপ্ত বিশ্বাস, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক সহ বিশিষ্ট জনেরা।

kandi Hospital কান্দির বিধায়ক কী জানিয়েছেন?
kandi Hospital কান্দির বিধায়ক অপূর্ব সরকার জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন। ১০০ বেডের হাসপাতাল প্রায় ১৫৪ বেড হাসপাতালের পরিষেবা চালু হল। পুরো পরিষেবা, রোগী স্থানান্তকরণে হয়তো সাত দশদিন লেগে যাবে। আজ থেকে পেডিয়াট্রিক ওয়ার্ড কাল সকাল থেকে চালু থাকবে। ধাপে ধাপে প্রত্যেকটি ফ্লোর পরিষেবা চালু হয়ে যাবে পনেরো দিনের মধ্যে। ”

আরও পড়ুন- Uttar Murshidabad মুখ্যমন্ত্রীর সফরের আগেই জেলা ভাগের দাবিতে অনশন
kandi Hospital প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ এর ফেব্রুয়ারি মাসে কান্দি মহকুমা হাসপাতালের নতুন ভবনের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৩ সালের ৩ রা মার্চ নির্মাণ কাজ শুরু হয়। ২০২৫ এর মে মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কান্দি মহকুমা হাসপাতালের নতুন বিল্ডিং উদ্বোধন করেছিলেন। ডিসেম্বরে মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে হল প্রতীক্ষার অবসান। কান্দি হাসপাতালের নতুন ভবনের ফার্স্ট ফ্লোরে ৪৫ বেডের মহিলা মেডিসিন ওয়ার্ড। দুটো বেডে স্পেশ্যাল ইউনিট , সাথে মনিটরিং। রোগী পরিষেবার সাথেই বিশেষ নজর থাকছে পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরে। সরকারি হাসপাতালের রোগীর পরিষেবার পাশাপাশি দায়বদ্ধতাও মনে করানো হয়।

kandi Hospital ১৭ নভেম্বর কান্দি হাসপাতালে পরিদর্শনে গিয়ে মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া নতুন ভবন চালুর সবুজ সঙ্কেত দিয়েছিলেন। রোগী পরিষেবার ক্ষেত্রে ই-প্রেস্ক্রিপশন চালুর কথাও বলেছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল। রোগী পরিষেবার উন্নয়ন থেকে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টিও জোর দেওয়া হয়। কান্দি মহকুমা হাসপাতালের নতুন ভবনে আপাতত শিশু বিভাগ চালু করা হল। ধাপে ধাপে প্রতিটি বিভাগে পরিষেবা আগামী ১৫ দিনের মধ্যে চালু হবে বলেই হাসপাতাল সূত্রে জানা গেছে। রোগীর চাপ মেটাতে নতুন ভবনের দাবি ছিল কান্দিতে। রোগী পরিষেবার ক্ষেত্রে বহুদিনের প্রতীক্ষার অবসান হওয়ায় খুশির হাওয়া কান্দিতে।










