এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Kandi Health Workers স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জোর দিতে বৈঠক কান্দিতে

Published on: August 22, 2024
Kandi Health Workers

Kandi Health Workers আরজিকর কান্ডের পর কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীদের। নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে সামিল হয়েছেন জুনিয়র ডাক্তাররাও। পথে নেমেছে চিকিৎসক , স্বাস্থ্য কর্মী থেকে সাধারণ মানুষ। তবে এবার কর্মক্ষেত্রে চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আশ্বাস কান্দি মহকুমা পুলিশ প্রশাসনের। কান্দি মহকুমার ৫টি ব্লকের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা বাড়ান হবে বলে জানালেন প্রশাসনিক আধিকারিকেরা।

কান্দির এসডিপিও শারশেক আম্বরদার তিনি জানান, “প্রতিটা থানার একটি নিজেস্ব হেল্পনাম্বার রয়েছে। যদি আপনারা সেখানে ফোন করেন তাহলে কেউ না কেউ অবশ্যয় তুলবে।” বৃহস্পতিবার কান্দি থানার কনফারেন্স হলে বৈঠকে চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের সাথে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক শারশেক আম্বরদার, কান্দি থানার আইসি মৃনাল সিনহা। শুধু হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রে নিরাপত্তায় নয় ফিল্ডে কাজ করতে গিয়েও নিরাপত্তার দাবি জানালেন স্বাস্থ্য কর্মীরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now