এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Kandi Football: কান্দিতে ফুটবল ম্যাচ ঘিরে উন্মাদনা

Published on: June 15, 2024
Kandi-Football-Game-Today

Kandi Football যুব সমাজকে মাঠ মুখি করতে কান্দিতে ফুটবল উন্মাদনা। ভারতীয় দলের প্রাক্তন তারকা ফুটবলার মেহেতাব হোসেন, অসীম বিশ্বাস থেকে রহিম নবিদের অংশগ্রহনে হয়ে গেল প্রদর্শনী ফুটবল ম্যাচ । কান্দি মোহনবাগান ময়দানে শনিবার মুখোমুখি হয় কলকাতা একাদশ ভার্সেস কান্দি একাদশ।

এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান শেখ, কান্দির চেয়ারম্যান জয়দেব ঘটক সহ প্রশাসনিক আধিকারিক থেকে এলাকার বিশিষ্ট জনেরা। এদিন ফুটবল ম্যাচ দেখতে মাঠে ভিড় জমান বহু ফুটবল প্রেমী দর্শক। শনিবার প্রথম দিনের ম্যাচে ১-০ গোলে কলকাতা একাদশ টিম কান্দি একাদশকে হারিয়ে জয়ী হয়।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now