এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Kandi Flood ধানের জমি জলের তলায় কান্দিতে

Published on: September 25, 2024
Kandi Flood

Kandi Flood নিম্নচাপের বৃষ্টিতে নদীতে জলস্ফীতি। কান্দি মহকুমার  Kandi subdivision বিভিন্ন গ্রামে বন্যায় বিপর্যস্ত জনজীবন। জল জমেছে হাজার হাজার বিঘা কৃষি জমিতে। ক্ষতির মুখে পড়েছে আমন Aman ধান  চাষ। সবুজ ধানের গাছের গোঁরা জল জমে পচে গিয়েছে। কৃষি জমি থেকে জল না নামায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে ধান চাষিদের। দুর্গা পুজোর মুখে আর্থিক সঙ্কটের আশঙ্কা। ক্ষতি সামলাতে ধারদেনা ছাড়া গতি নেই, বলছেন ধান চাষি সর্বেশ্বর দাস, হলধর মার্জিতরা ।

Kandi Flood বড়ঞা ব্লকে কুয়ে নদীর জলস্ফীতির জেরে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার জমি জলে ডুবে আছে। একই অবস্থা খড়গ্রামেও। দ্বারকা নদ ও ব্রহ্মাণীর জলে ভেসেছে ঝিল্লি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার ধানের জমি। খড়গ্রামের বাসিন্দা জয়দেব বাগদী এই বছর অনেকটা জমিতে ধানচাষ করেছিলেন। তিনি   বলছেন, এই রকম ক্ষতির পর  সরকারি সাহায্য ছাড়া চাষবাস করা অসম্ভব।

Kandi Flood  ধানের জমির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে এগারো হাজার হেক্টর। জলে ডুবে থাকার ফলে জমির ধান জমিতেই নষ্ট। জল নামলে, আবহাওয়ার উন্নতি হলেও চাষিদের কী হবে? শস্যবীমা যোজনার আওতায় থাকা চাষিরা ক্ষতিপূরণ কবে পাবেন? পুজোর মুখে একরাশ হতাশা গ্রাস করেছে ধান চাষিদের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now