Kandi Doctor চরম সিদ্ধান্ত কান্দীর এক তরুণী চিকিৎসকের। ঘর থেকে উদ্ধার হয় দেহ। শুক্রবার রাতে নিজের বাড়িতেই উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। মৃত ডাঃ পৌলমী বিজয়পুরি (৩১) বাবাও একজন চিকিৎসক । শুক্রবার রাতে হঠাতই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হওয়ায় চেষ্টা করেন কান্দি শহরের নতুনপাড়ার বাড়িতে। অচৈতন্য ওই চিকিৎসককে কান্দি মহকুমা হাসপাতালে Kandi Sub Division Hospital নিয়ে আসা হয়। সাথে সাথেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
Kandi Doctor – কান্দির খবর আরও পড়ুন- কান্দির বাসের এই চেহারা দেখে আঁতকে উঠলেন যাত্রীরা
Kandi Doctor । কান্দি ব্লকের বহড়া উপস্বাস্থ্য কেন্দ্রের Primary Health Centre চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন ওই তরুণী চিকিৎসক। মৃত্যুর কারণ নিয়ে পরিবার মুখে কুলুপ এটেছেন। প্রাথমিক ভাবে অনুমান সম্পর্কের টানা পোড়েনের জেরেই তরুণী চিকিৎসক আত্মঘাতী হয়েছেন । ২০১৯ সালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাশ করেন ওই চিকিৎসক।