এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

kandi Court Case ভরসন্ধ্যায় চলে এলোপাথাড়ি গুলি! কান্দিতে তৃণমূল নেতা হত্যায় চরম সাজা ঘোষণা

Published on: January 16, 2025
kandi Court Case

kandi Court Case মুর্শিদাবাদে তৃণমূল নেতা খুনের ঘটনায় সাজা ঘোষণা হল অবশেষে। বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে হয় সাজা ঘোষণা। ২০১৯ সালের ৬ ই আগস্ট কান্দি থানার অন্তর্গত গোসাইডোবে খুন হন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য জাহাঙ্গীর সেখ। সেই খুনের ঘটনায় মোট ২৪ জন স্বাক্ষ্য গ্রহণের পর অভিযুক্ত সৌদি আলিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। এদিন কান্দি মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তারকনাথ ভকত এর এজলাসে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ৩০২/৩৪ আইপিসি, ২৫ আর্মস অ্যাক্টে মামলা রুজু হয়। এরপর চার্জশিট দাখিল হয়। পাঁচ বছর ধরে মামলা চলার পর হল সাজা ঘোষণা।

kandi Court Case সালটা ২০১৯, ‘দিদিকে বলো’ কর্মসূচিতে যোগ দিয়ে ফেরার পথে মুর্শিদাবাদে খুন হন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য জাহাঙ্গীর সেখ। গোকর্ণ পঞ্চায়েতের গোসাইডোব গ্রামে সন্ধেবেলা যখন বাইকে চেপে বাড়ি ফিরছিলেন, তখনই মাঝ রাস্তায় জাহাঙ্গীর সেখকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী। তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। পিঠ, পেট-সহ শরীরের একাধিক জায়গায় গুলি লাগে। তৃণমূল নেতা খুনের ঘটনায় মৃতের দাদা সাব সিদ্দিক আলমের অভিযোগের ভিত্তিতে সৌদি আলি সহ মোট ৬ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে সৌদি আলি, মফিজুল সেখ, ইমামুল সেখ ও সেন্টু সেখকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি দুজন এখনও ফেরার। সৌদি আলী দোষী প্রমাণিত হয় এই ঘটনায়। মফিজুল সেখ, ইমামুল সেখ ও সেন্টু সেখ এই মামলায় বেকসুর খালাস করা হয়।

kandi Court Case সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী জানান, ” ৬ জন আসামি ছিল মোট। অভিযোগের ভিত্তিতে ২০১৯ এর ১২ ই সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সৌদি আলিকে। দোষী প্রমাণিত হওয়ার পর আজ হল সাজা ঘোষণা”।

 

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now