Kandi Bus  কান্দির বাসের এই চেহারা দেখে আঁতকে উঠলেন যাত্রীরা

Published By: Imagine Desk | Published On:

Kandi Bus  কান্দি যাওয়ার জন্য উঠে ছিলেন বাসে। কিন্তু রাস্তাতেই ভয়ঙ্কর পরিণতি হল বাসের। ঘটনার পর বাসের  চেহারা দেখে আঁতকে উঠলেন যাত্রীরা।    নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই লরির পেছনে সজোরে ধাক্কা মারে  যাত্রীবাহী বেসরকারি বাস। কান্দি – বহরমপুর  Berhampore  রাজ্য সড়কের State Highway   ওপর মঙ্গলবার এই দুর্ঘটনা ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য।

Kandi Bus কী হয়েছিল ওই বাসের সঙ্গে ?

Kandi Bus আহত হলেন ২৫ জন বাস যাত্রী। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় বাস। ক্ষতিগ্রস্ত লরিও।  লরিকে ওভারটেক করতে গিয়েই বাস দুর্ঘটনা বলে স্থানীয় সূত্রে জানা যায়।  ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গোকর্ণ ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  দুর্ঘটনার জেরে আতঙ্কিত আহত যাত্রীরা। হাসপাতালেই কান্নায় ভেঙে পড়লেন অনেকেই। যাত্রীদের একাংশের দাবি,  চালকের গাফিলতির মাশুল গুনতে হচ্ছে প্রাণ বাজি রেখে।