Kandi Book Fair কান্দি মহকুমা বইমেলার উদ্বোধন হল সোমবার। এদিন বিকেলে কান্দির হ্যালিফক্স মাঠে বইমেলার উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ। ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক, অন্যান্য পুলিশ, প্রশাসনিক কর্তা, স্থানীয় জনপ্রতিনিধিরা। কান্দি পৌরসভা ও কান্দি পঞ্চায়েত সমিতির সহযোগিতায় বইমেলা এবছর তৃতীয় বর্ষে। এবছর প্রায় ৫০টি স্টল রয়েছে বইমেলায়।
Kandi Book Fair কান্দি বইমেলার উদ্বোধন

Kandi Book Fair মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া বলেন, ” কান্দি মহকুমা বইমেলা, এত সফল বইমেলা। পুরো টিম কান্দিতে আন্তরিকভাবে ধন্যবাদ জানাব যে মহকুমা লেভেলে এত বড় বইমেলা এখানে ৫২ টা স্টল, পাঁচ দিন থেকেও বেশী এখানে বইমেলা। বইয়ের মান, খুব ভালো ভালো স্টল এসেছে। সবাই উপভোগ করুন।”
Kandi Book Fair মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, কান্দি পৌরসভার উদ্যোগে বইমেলার উদ্বোধন করা হল। ২০২৩ থেকে চালু হয়েছিল এই বইমেলা। এবছর তৃতীয় বছর। পাঁচ, ছদিন চলবে । মহকুমা লেভেলে ৫০ এর বেশী স্টল বইমেলা এটা অস্বাভাবিক। এর থেকেই অনুমান করা যায় বইয়ের প্রতি আগ্রহ বাড়ছে। গত বছর ৩২ লাখ থেকে বেশী বই বিক্রি হয়েছিল। এবার জেলা শাসক নিজে টার্গেট দিয়ে গেছেন পঞ্চাশ লাখ থেকে বেশী।

Kandi Book Fair ২৬ – ৩১ জানুয়ারি অবধি চলবে কান্দি মহকুমা বইমেলা
Kandi Book Fair বইমেলা ঘিরে বইপ্রেমীরাও উচ্ছ্বসিত। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বইমেলার উদ্বোধন হল। বইমেলা চলবে ৩১ জানুয়ারি অবধি। প্রতিদিন বইমেলা প্রাঙ্গণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। পাশাপাশি নতুন বই প্রকাশ অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। শুধু কান্দি নয়, মুর্শিদাবাদের বিভিন্ন শহর এবং জেলার বাইরে থেকেও বহু স্টলদাতার স্টল থাকছে। বইমেলা শুধু বই বিক্রির জন্য নয়, শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলেই মনে করছেন আয়োজকরা।











