Kandi Arrest গভীর রাতে অভিযান, পাকড়াও দুষ্কৃতি

Published By: Imagine Desk | Published On:

Kandi Arrest  কান্দিতে আবারও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতি। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও দুরাউন্ড গুলি। পুলিশ সুত্রে জানা গিয়েছে শনিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে কোটালদীঘি গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মফিজুল সেখ নামে এক দুষ্কৃতিকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও দুরাউন্ড গুলি।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র

 

Kandi Arrest   পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুষ্কৃতি ঐ এলাকারই বাসিন্দা। কোথা থেকে পিস্তল, গুলি পেল সে? কী মতলব ছিল?  কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে রাতের অন্ধকারে ঘোরাঘুরি করছিল এলাকায়?  উঠছে একাধিক প্রশ্ন।  ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। রবিবার ধৃতকে ৭ দিনের হেফাজতে চেয়ে কান্দি কোর্টে তোলা হয়।

কান্দি থানার আইসি ও টিমের সাথে ধৃত