Kandi accident মর্মান্তিক! মাঝপথেই থেমে গেল দুই বন্ধুর জীবন

Published By: Imagine Desk | Published On:

Kandi accident বাইকে চেপে ঘুরতে বেড়িয়েছিল দুই বন্ধু। যদিও রাতের অন্ধকারে বাইকের গতি কেড়ে নিল তাঁদের জীবন। ডাম্পারের সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মাঝপথেই থেমে গেল দুই বন্ধুর জীবনের গতি। মৃত দুই যুবকই কান্দি থানার অন্তর্গত হাট পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদর সেখ ও জডান সেখ নামে দুই যুবক শুক্রবার রাতে বাইকে ঘুরতে বেড়িয়েছিল। কান্দির গোকর্ণ এলাকায় একটি ডাম্পারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাইক থেকে ছিটকে যায় দুজনেই। স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুজনকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। বেপরোয়া গতি, অসাবধানতাই কি কাল হল? উঠছে সেই প্রশ্নও।