Kandi accident প্রাতঃভ্রমণে বেরিয়ে ফেরা হল না বাড়ি! দীপাবলির আগে নেমে এল অন্ধকার

Published By: Imagine Desk | Published On:

Kandi accident অবসর জীবনে প্রাতঃভ্রমণ ছিল নেশা। প্রতিদিনের মতো সোমবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। কেই বা জানত আর ফেরা হবে না বাড়ি! সপ্তাহের শুরুতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল অবসর প্রাপ্ত এক সেনাকর্মীর। কান্দির উদয়চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় সোমবার সকালে।

Kandi accident স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উদয়চাঁদপুর এলাকার বাসিন্দা মঙ্গল সরকার নামে প্রাক্তন ঐ সেনাকর্মী প্রতিদিনের মতো এদিনও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। রাস্তার পাস দিয়ে হেঁটে যাওয়ার সময় বহরমপুর থেকে কান্দিগামী একটি বেপরোয়া চার চাকা গাড়ি তাকে ধাক্কা দেয় বলে প্রতক্ষদর্শীরা জানান। তড়িঘড়ি ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘাতক চার চাকা গাড়িটিকে আটক করেছে পুলিশ। দীপাবলির আগে সরকার পরিবারে নেমে এসেছে অন্ধকার। মৃতের ছেলে দীপঙ্কর সরকার বলেন, ‘ বেপরোয়া গতির বলি হল বাবা। মাথার পেছনে আঘাত লাগায় বাঁচানোর কোন সুযোগই পেলাম না।