Kandi: বারবার দুর্ঘটনা কেন কান্দি বাইপাসের রাস্তায় ? প্রয়োজন স্পিড ব্রেকার ?

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ শনিবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনা শুধু নয়, প্রায় দুর্ঘটনা ঘটছে কান্দি-সালার রাজ্য সড়কে কান্দি ল কলেজ মোড় সংলগ্ন ওই রাস্তায়। যা কান্দি বাইপাসের রাস্তা নামে পরিচিত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোটখাটো দুর্ঘটনা প্রতিদিন লেগেই আছ। একাধিকবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি এক বাইক আরোহীর প্রাণ যায়। শনিবার দুপুরে ডাম্পার ও একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গিয়েছে একজনের। আশঙ্কাজনক অবস্থায় একজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। জখম আরও ৭ জন। ঘটনার পর আবারো প্রশ্ন উঠছে, সেখানকার এই বেপরোয়া যান চলাচল নিয়ে কেন কারও হেলদোল নেই ?

কান্দি বটতলা মোড় থেকে যে টার্ন নিয়ে রাস্তাটি বাইপাসের দিকে গিয়েছে সেটি খুব বিপজ্জনক , বলছেন স্থানীয়রা। ওই রাস্তাতে মুখোমুখি গাড়ি এলে হর্ন না দেওয়াতে অনেক সময় চালকরা বুঝতে পারেন না। দুর্ঘটনা হামেশাই হচ্ছে । তাছাড়া দ্রুতগতিতে গাড়ি চলে। মাঝে মাঝে বেপরোয়া, নিয়ন্ত্রনহীন গাড়ি থেকে দুর্ঘটনা ঘটে। রাত বাড়লে গাড়ির গতি বাড়ে। ওই রাস্তা দিয়ে সালার থেকে বহরমপুর, সালার থেকে সাঁইথিয়া দু’দিকে যাওয়া যায় । প্রশ্ন উঠছে, তবে কী মূলত স্পিডব্রেকার না থাকার জন্য দুর্ঘটনা ঘটছে ? এই বিষয়ে স্থানীয় বিধায়ক অপূর্ব সরকার এদিন বলেন, বেপরোয়া চালানোর জন্য ওই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। আমরা পূর্ত দপ্তরকে অনুরোধ করেছি, ওই রাস্তায় স্পিডব্রেকার বসানোর জন্য । আমি স্থানীয় স্তরে এই বিষয়ে এদিন বলেছি আমি ইতিমধ্যে। এবার আমরাই না হলে বসিয়ে দেব স্পিড ব্রেকার ।