Kanchanjunga Express Train Accident: দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

Published By: Madhyabanga News | Published On:

Kanchanjunga Express Train Accident ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ঈদের সকালে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ‘‘কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়ি । যানা গিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়েই রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে বলে খবর।

সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিক থেকে পর পর বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজে নেমেছে সেনা বাহিনীও। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উচ্চপদস্থ কর্মীরা।এই দুর্ঘটনায় ফিরল প্রায় বছর খানে আগে ঘটে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি। ২০২৩ এর ২রা জুন রাতে দুর্ঘটনা ঘটেছিল করমণ্ডল এক্সপ্রেসের। সেবারও মালগাড়ির সাথে ট্রেনের দুর্ঘটনা ঘটেছিল।