Journalists’ demands in Murshidabad সুরক্ষা ও অধিকার রক্ষার দাবীতে একজোট মুর্শিদাবাদের সাংবাদিকরা

Published By: Imagine Desk | Published On:

Journalists’ demands in Murshidabad কখনো গ্রাউন্ড জিরোয়, কখনো ঝড় ঝাপটাকে উপেক্ষা করে, নির্ভয়ে, সাহসিকতার সাথে খবরের খবর রাখেন সাংবাদিকরা।  সেই সাংবাদিকরাই আজ ঐক্যবদ্ধভাবে শহর বহরমপুরে শামিল প্রতিবাদে। নিজেদের সুরক্ষা, নিজেদের অধিকারের দাবীতে পিছু হটে নয়, মাথা উঁচু করে এগিয়ে চলার অঙ্গীকার নিলেন জোটবদ্ধভাবে। মুর্শিদাবাদ জেলার সাংবাদিকদের বাধাহীনভাবে কাজ করার অধিকার সুনিশ্চিত করতে, কর্মক্ষেত্রে সাংবাদিকদের সুরক্ষা, সুতি ও সামসেরগঞ্জে এপ্রিল মাসের ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষতিপূরণ সংক্রান্ত নানান বিষয়ে সমাধানের দাবীতে বুধবার বহরমপুরে জমায়েত, সমাবেশ, ডেপুটেশন মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চের। এদিন দুপুরে টেক্সটাইল মোড় সংলগ্ন চৌতারায় হয় সভা।

Journalists’ demands in Murshidabad মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে দেওয়া হয় ডেপুটেশন। প্রিন্ট থেকে ইলেক্ট্রনিকস মিডিয়া- প্রত্যেক ক্ষেত্রে একই দাবীতে সোচ্চার হলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা । উঠে আসে সাংবাদিকদের মধ্যে বিভাজনের অপচেষ্টা রোখার দাবিও। সাংবাদিকদের ডাকে এদিনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন জনপ্রতিনিধি থেকে রাজনৈতিক কর্মী, আইনজীবী থেকে বুদ্ধিজীবীরা। ১২ দফা দাবীতে মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে। জেলা শাসকের কাছে ডেপুটেশনে যান প্রতিনিধিদল। জেলা পুলিশ প্রশাসনের দরবারে মুর্শিদাবাদের সাংবাদিকদের দাবি তুলে ধরে জেলা সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চ।

Journalists’ demands in Murshidabad প্রবীণ সাংবাদিক বিপ্লব বিশ্বাস জানান, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার ও জেলা শাসকের কাছে ১২ দফা দাবী  নিয়ে ডেপুটেশন দেওয়া হল। সাংবাদিকদের মধ্যে যে ফাটল ধরানো, সেই ব্যাপারেও জেলা শাসকের সাথে কথা হয়েছে, আলোচনা হয়েছে।  এগুলো দেখবেন বলেছেন।

Journalists’ demands in Murshidabad মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চের  আহ্বায়ক প্রাণময় ব্রহ্মচারী জানান, সামনেই নির্বাচন। নির্বাচনের সময়ে দেখা যায় যারা মিডিয়ায় কাজ ক্রনে, গ্রাউন্ড জিরোয় তাদের টার্গেট হয়ে যায়। বিভিন্নভাবে অ্যাটাক করা হয়। পুলিশকে খুঁজে পাওয়া যায় না।  এছাড়াও ধুলিয়ানের ঘটনায় যাদের গাড়ি ভাঙচুর হয়েছে , যে সমস্ত সাংবাদিকের মোবাইল,  ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সমস্ত ডিটেল দেওয়া হয়েছে। এস পি  বিভিন্ন বিষয়ে আশ্বস্ত করেছেন।