Jiban Saha তৃণমূল বিধায়ক তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার শ্বশুরও এবার ইডির Enforcement Directorate হানা । রঘুনাথগঞ্জের জোতকমল গ্রাম পঞ্চায়েতের JOTEKAMAL GRAM PANCHAYAT পিয়ারাপুর মধ্যপাড়া এলাকায় জীবন কৃষ্ণ সাহার শ্বশুর বাড়িতে সকাল ৮ টার সময় হানা দেন ইডির ৬ আধিকারিক। বাড়ির বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। ভিতরে চলছে জেরা, তল্লাশি। জীবন কৃষ্ণ সাহার শ্যালক নিতাই সাহা প্রাথমিক স্কুলের শিক্ষক।
এদিন সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে জীবনকৃষ্ণের শ্বশুর বাড়িতেও হানা দেয় ইডি। বাড়ির বাইরে পাহাড়ায় কেন্দ্রীয় বাহিনী। এর আগে ২০২৩ এর ১৪ এপ্রিল এই বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআইও।
Jiban Saha বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ও বড়ঞারই এক ব্যাঙ্ক কর্মীর বাড়িতে ইডি তল্লাশি চলছে সোমবার সকাল থেকেই । প্রাথমিক অনুমান নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তদন্তেই ইডির হানা মুর্শিদাবাদের বড়ঞায়। রাজেশ ঘোষ নামের এক বেসরকারি ব্যাংক কর্মীর বাড়িতে বাড়িতে সকালে ইডি র আধিকারিকদের একটি টিম এসে পৌঁছায়।
Jiban Saha অন্যদিকে ইডির আরেকটি দল হানা দেয় মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে । সকাল থেকেই বাড়িতে কেন্দ্রীয় সংস্থা ইডির আধিকারিকরা। বাড়ির বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী।
এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করেছল বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে ছিলেন তৃণমূল বিধায়ক। সোমবার বিধায়ক ও আরেক ব্যক্তির বাড়িতে শুরু ইডির তল্লাশি।