Jiban Krishna Saha স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীরতি মামলায় তাঁকে গ্রেফতার করে জেলবন্দী করেছিল সিবিআই CBI । জামিন পেয়ে তিনি ফিরলেন ক্লাসরুমে। শিক্ষক হিসেবে পড়ালেন ক্লাস নাইনের পড়ুয়াদের। মঙ্গলবার স্কুলে ক্লাস নিলেন বড়ঞার Burwan বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। বীরভূমের দেবগ্রাম হাই স্কুলে সহকারী শিক্ষক পদে চাকরি করেন তৃণমূল বিধায়ক। বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে সেই স্কুলে গিয়েই মঙ্গলবার ক্লাস নেন তৃণমূল বিধায়ক। সেই ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিধায়কের অনুগামীরা।
Jiban Krishna Saha ২০২৩ সালের ১৭ এপ্রিল জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিল সিবিআই। তার আগে সিবিআই’এর জেরা চলার সময় নিজের মোবাইল পুকুরের জলে ছুঁড়ে ফেলেছিলেন জীবন কৃষ্ণ সাহা। সেই নিয়ে হয় বিস্তর হৈচৈ। জামিনের আবেদন নিয়ে তিনি প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। সেখানে বিধায়কের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তার পরেই জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন জীবন। পান জামিন। এই বছর মে মাসের মাঝামাঝি বড়ঞায় আন্দি গ্রামে নিজের বাড়িতে ফেরেন তৃণমূল বিধায়ক। মঙ্গলবার তিনি ফিরলেন স্কুলে। জানা গিয়েছে ওই স্কুলে “শ্বসন” পড়িয়েছেন ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের। জীবন যদিও ইতিহাসের শিক্ষক। তবে স্কুলে মঙ্গলবার পড়িয়েছেন জীবন বিজ্ঞান।