Jiban Krishna Saha ইডির হাতে গ্রেফতার TMC বিধায়ক জীবন কৃষ্ণ সাহা

Published By: Imagine Desk | Published On:

Jiban Krishna Saha  জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করল ইডি। বারোটা কুড়ি নাগাদ ইডির গাড়িতে বেড়িয়ে আসেন জীবন কৃষ্ণ সাহা। এদিন সোমবার সাত সকালে মুর্শিদাবাদের বড়ঞার আন্দিতে তৃণমূল বিধায়ক TMC MLA  জীবন কৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা। আট টা থেকে প্রায় বারোটা অবধি জেরা রা হয় জীবন কৃষ্ণ সাহাকে। বাড়িতে চলে চল্লাশি। মাঝে মোবাইল ফেলে দেওয়ার চেষ্টাও করেন জীবন কৃষ্ণ সাহা। যদিও শেষ রক্ষা হয় নি। এদিন গ্রেফতার করে ইডির গাড়িতেই জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় ইডি।

 

Saha এসএসসি’র নবম ও দশমের শিক্ষক  নিয়োগ দুর্নীতি মামলায়  ফের তৎপর ED। সকাল থেকেই  মুর্শিদাবাদের বড়ঞার আন্দিতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে শুরু  হয়  ইডি’র  তল্লাশি। মুর্শিদাবাদ ও বীরভূমে মোট ৪টি জায়গায় তল্লাশি চলে । জীবনকৃষ্ণ সাহার পিসি তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও ED। সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা। জীবন সাহার শ্বশুর বাড়িতেও তল্লাশি চালায়  ইডি।

Jiban Krishna Saha  ফের জেরার মুখে মোবাইল ফোন ফেলে দেওয়ার চেষ্টা জীবন কৃষ্ণ সাহার। ইডির জেরার মুখে ফের দুটি মোবাইল ফোন পাঁচিল টপকিয়ে পাশের জঙ্গলে ফেলে দেওয়ার চেষ্টা তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হল ফোন। বিধায়ককে নিয়ে গিয়ে ফোন উদ্ধার ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। অবশেষে যদিও শেষ রক্ষা হয় নি। তৃণমূল বিধায়ককে গেফতার করে ইডি।

 

See also  চৈত্রের শুরুতে জমজমাট সেলের বাজার