Jiban Krishna Saha এসএসসি’র নবম ও দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর ED। সকাল থেকেই মুর্শিদাবাদের বড়ঞার আন্দিতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে শুরু ইডি’র তল্লাশি। মুর্শিদাবাদ ও বীরভূমে মোট ৪টি জায়গায় তল্লাশি চলছে। জীবনকৃষ্ণ সাহার পিসি তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও ED। সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা। জীবন সাহার শ্বশুর বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি।
Jiban Krishna Saha ফের জেরার মুখে মোবাইল ফোন ফেলে দেওয়ার চেষ্টা জীবন কৃষ্ণ সাহার। ইডির জেরার মুখে ফের দুটি মোবাইল ফোন পাঁচিল টপকিয়ে পাশের জঙ্গলে ফেলে দেওয়ার চেষ্টা তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হল ফোন। বিধায়ককে নিয়ে গিয়ে ফোন উদ্ধার ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।