Jiban Krishna Saha: জীবনকে ছাদে তুলে মোবাইল ফেলার পুনর্নির্মাণ ! ঠিক কী করতে চাইছে সিবিআই ?

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত্ত, আন্দিঃ  কী ভাবে মোবাইল ফোন ছুঁড়েছিলেন পুকুরে ? বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে ছাদে তুলে সেই দৃশ্যের পুনর্নিমাণ করল সিবিআই। প্রায় ৪৭ ঘন্টা পার । শুক্রবার থেকে এখনও জীবন কৃষ্ণ সাহার বাড়িতেই রয়েছেন সিবিআই আধিকারিকরা। নিয়োগ দুর্নীতির তদন্তে  দফায় দফায় জলছে জেরা। উদ্ধার হয়েছে চাকরিপ্রার্থীদের ফর্ম, ছবি, নথিভর্তি ৬ টি ব্যাগ।  রবিবার সকাল ৭ টা ৩৮ নাগাদ বাড়ির পিছনে পানাপুকুর থেকে উদ্ধার হয়েছে জীবন সাহার একটি মোবাইল ফোন। আরও একটি মোবাইল ফোন খুজছেন সিবিআই আধিকারিকরা। কাজে লাগানো হয়েছে স্থানীয়দের। তারাই পুকুরে নেমে কাদার মধ্যে হাতড়ে খুঁজছেন মোবাইল। অন্যদিকে উদ্ধার হওয়া মোবাইলটিকে সইচল করার চেষ্টা করছে সিবিআই। এদিন সকালে মোবাইল উদ্ধাররের পর বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে ছাদে ওঠেন গোয়েন্দারা। কীভাবে ছুঁড়েছিলেন মোবাইল ? হয় দৃশ্যের পুনর্নিমাণ। ঘটনার ভিডিও তুলে রাখা হয়। একাধিক কাগজে জীবন কৃষ্ণ সাহাকে দিয়ে সইও করান সিবিআই কর্তারা।