Jiaganj incident মাস দুয়েক হল স্ত্রী সংসার ছেলে চলে গিয়েছেন। তারপর থেকেই বেড়েছিল মানসিক অবসাদ। পরিবারের দাবী- দাম্পত্য কলহ থেকেই দুই সন্তানকে নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় যুবক। মঙ্গলবার দুই সন্তানকে নিয়ে বিষ খেয়ে ভাগীরথীতে ঝাঁপ যুবকের! এদিন সকালে জিয়াগঞ্জে যুবকের আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও স্থানীয়দের তৎপরতায় তিনজনকেই উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বিপদমুক্ত দুই সন্তান। অসুস্থ হয়ে যুবক চিকিৎসাধীন হাসপাতালে। যুবকের আত্মীয়দের দাবী, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে মানসিক অবসাদে এমন ঘটনা ঘটিয়েছে সে।
Jiaganj incident দুই সন্তানকে নিয়ে ভাগীরথীতে ঝাঁপ ! এ কি কাণ্ড যুবকের!
Published By: Imagine Desk |
Published On: