Jhilli Village: ‘দিল্লি’ থেকে দূর ‘ঝিল্লি’, সেখানে গিয়েই অভিযোগ শুনল খড়গ্রাম থানা

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত্তঃ কান্দিঃ ‘দিল্লি’ থেকে ‘ঝিল্লি’ দূর। এমনটাই বলেন কান্দি, খড়গ্রামের মানুষ। আসলে প্রত্যন্ত ‘ঝিল্লি’ গ্রাম সব অর্থেই কান্দি মহকুমা থেকে বিচ্ছিন্ন। গ্রাম থেকে খড়গ্রাম থানা অনেকটা দূর । ফলে অনেক সময় অভিযোগ থাকলেও থানা অনেকটা দূরে থাকায় পুলিশে অভিযোগ করা হয়ে ওঠে না । এবার প্রত্যন্ত এলাকায় মানুষের কথা মাথায় রেখেই এবার খড়গ্রামের ঝিল্লি গ্রামে গেল ভ্রাম্যমাণ থানা । রবিবার খড়গ্রাম থানার পক্ষ থেকে ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্য কেন্দ্রের মাঠে ভ্রাম্যমাণ থানার আয়োজন করা হয় । পুলিশ আধিকারিকরা জানান, থানা থেকে গ্রামের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার । তাই এখানকার মানুষের সমস্যার কথা গ্রামে এসে শোনার জন্য ভ্রাম্যমাণ থানার উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। এদিন গ্রামের সাধারণ মানুষে কাছ থেকে সরাসরি অভিযোগ শোনের খড়গ্রাম থানার ওসি সুপ্রিয় রঞ্জন মাঝি সহ পুলিশ কর্মীরা । থানা গ্রাম থেকে অনেকটা দূরে থাকায় পারিবারিক বিবাদ হোক না অন্য কোন ধরনের অভিযোগ নিয়ে সব সময় থানায় গিয়ে লিখিত অভিযোগ করা হয়ে ওঠে না গ্রামবাসীদের। গ্রামে এই ভাবে ভ্রাম্যমান থানা হওয়ায় খুশি স্থানীয়রা। প্রশাসন সুত্রে জানা গিয়েছে মাসে দুদিন করে এই ভাম্যমাণ থানা বসবে এই গ্রামে।