Jewelery theft case at Kandi বাসস্ট্যান্ডের মতো জনবহুল এলাকায় ঘটে যায় ছিনতাইয়ের ঘটনা। সোনার গয়না ভর্তি ব্যাগ ছিনিয়ে পালায় এক মহিলা। যদিও হলনা শেষ রক্ষা। অবশেষে পুলিশের ( West Bengal Police ) জালে ধরা পড়ল ছিনতাইকারী। উদ্ধার হল চুরি যাওয়া সাত লক্ষ্য টাকার সোনার গয়নাও।
Jewelery theft case at Kandi গত ১৩ই সেপ্টেম্বর কান্দি বাসস্ট্যান্ড Kandi Bus Stand এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ২২শে সেপ্টেম্বর কান্দি থানায় ছিনতাইয়ের অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা তৌফিকা খাতুন। সেই ঘটনারই তদন্তে নেমে কান্দি থানার পুলিশ খড়গ্রামের পার্বতী পুরগ্রাম থেকে গ্রেপ্তার করে রেখা বেগম নামে এক মহিলাকে। ধৃতকে কোর্টে পাঠিয়ে ৫ দিনের পুলিশ হেফাজতে নেয় কান্দি থানা।শনিবার কান্দি থানায় সাংবাদিক বৈঠক করে কান্দির এসডিপিও শাসরেক আম্বেরদর জানান, ” অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়। ধৃত মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে খোয়া যাওয়া সোনার গহনা।”