JEE Main 2026 আগামী ২৩ জানুয়ারি রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন (JEE Main) ছিল। কিন্তু পিছিয়ে দেওয়া হল পরীক্ষা। ২৩ তারিখ নেতাজি জয়ন্তী আবার সরস্বতী পুজোও। ফলে বিশেষ দিন হওয়ার কারণে পরীক্ষার সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনটিএ National Testing Agency জানিয়েছে, ২০২৬ সালের ২৩ জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে পশ্চিমবঙ্গের West Bengal পরীক্ষার্থীদের কাছ থেকে একাধিক আবেদন ও অনুরোধ পাওয়া গিয়েছিল। সেই বিষয়টি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই দিন বাংলায় যাঁদের জিইই (মেন) পরীক্ষায় বসার কথা ছিল, তাঁদের অন্য একটি দিনে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, জিইই (মেন) ২০২৬ সেশন ১-এর জন্য আগে থেকেই যে পরীক্ষার দিনগুলি ঘোষণা করা হয়েছে, তার মধ্যেই পরীক্ষার্থীদের বিকল্প তারিখ বরাদ্দ করা হবে। অর্থাৎ, ২৩ জানুয়ারির বদলে ওই তালিকাভুক্ত অন্য কোনও দিনে তাঁরা পরীক্ষা দিতে পারবেন।
আরও পড়ুন- Murshidabad Recruitment মুর্শিদাবাদে ৯ জন ক্লার্ক নেবে সরকার। কারা আবেদন করবেন ?
JEE Main 2026 এনটিএ আরও জানিয়েছে, এই সংক্রান্ত কোনও প্রশ্ন বা সমস্যার জন্য পরীক্ষার্থীরা এনটিএ হেল্পডেস্কে সরাসরি মেসেজ করতে পারেন অথবা ই-মেল করতে পারেন [email protected] ঠিকানায়। প্রয়োজনে ০১১-৪০৭৫৯০০০ নম্বরেও যোগাযোগ করা যাবে। আগামী ২৩ জানুয়ারি জেইই (মেন) পরীক্ষার দিন নির্ধারণ করায় কেন্দ্র–রাজ্য টানাপড়েনের পরিস্থিতি তৈরি হয়েছিল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ঘোষিত সূচি অনুযায়ী ওই দিনেই পরীক্ষা নেওয়ার কথা, অথচ একই দিনে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও সরস্বতী পুজো। এই কারণে পশ্চিমবঙ্গে সরকারি ছুটি থাকায় পরীক্ষার দিন পরিবর্তনের দাবি জানায় রাজ্য সরকার।
আরও পড়ুন– Berhampore Girls’ College রূপান্তরকামীদের অধিকার উঠে এল গার্লস কলেজের সচেতনতা শিবিরে
JEE Main 2026 উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রথমবার জেইই (মেন) পরীক্ষার সূচি প্রকাশ করেছিল এনটিএ। পরে ৯ জানুয়ারি সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়। সেই সঙ্গে প্রকাশিত হয় পরীক্ষার্থীদের ‘এগ্জামিনেশন সিটি স্লিপ’। তাতেই স্পষ্ট হয়ে যায়, ২৩ জানুয়ারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে রাজ্য শিক্ষা দফতরের তরফে এনটিএ-কে চিঠি পাঠানো হয়। রাজ্যের দাবি, সর্বভারতীয় স্তরের কোনও পরীক্ষার দিন নির্ধারণের আগে সংশ্লিষ্ট রাজ্যে গুরুত্বপূর্ণ উৎসব বা ছুটির বিষয়টি বিবেচনা করা উচিত। অভিযোগ, সে সব উপেক্ষা করেই একতরফা ভাবে দিন ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই চিঠির কোনও জবাব পাওয়া যায়নি।
JEE Main 2026 এনটিএ-র প্রকাশিত নতুন সূচি অনুযায়ী, চলতি বছরের ২১ থেকে ২৯ জানুয়ারির মধ্যে জেইই (মেন) পরীক্ষা আয়োজন করা হয়। এর মধ্যে বিই ও বিটেক কোর্সের প্রথম পত্রের পরীক্ষা নির্ধারিত হয় ২১, ২২, ২৩, ২৪ এবং ২৮ জানুয়ারি। এই ২৩ তারিখের পরীক্ষাই পিছিয়ে গেল।















