Janmashtami Special Thali সোমবার সারাদিন ধরেই পালন হচ্ছে জন্মাষ্টমী। আর জন্মাষ্টমী মানেই তালের বড়া, মালপোয়া, তালের ক্ষীর এছাড়াও আরও কত কি। তবে সময়ের সঙ্গে মানুষের ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ। পরিবার-কাজ সবকিছু সামলে বাজার থেকে তাল কিনে নিয়ে এসে বানানোর সময় কারর নেই বললেই চলে।
তাই সময়ের সমস্যা সমাধানের জন্য বহরমপুরের প্রসিদ্ধ মিষ্টির দোকান নিয়ে এসেছে জন্মাষ্টমী স্পেশাল থালি। যেখানে রয়েছে তালের বড়া সহ, তালের লুচি, ক্ষীর, ৫ রকমের মিষ্টি এছাড়াও আরও অনেক কিছু। মানুষের কর্মব্যাস্ততার কারণেই এই উদ্যোগ বলে জানালেন বিক্রেতা নিজেই।
সুমন কল্যাণ ঘোষ, বিক্রেতা, মোনালিসা সুইটস্-এর তিনি জানান, “বর্তমানে মানুষের সময় খুব কম। আর এই কাজের মধ্যে কে এখন বাজারে গিয়ে তাল এনে সেটি ছাড়িয়ে বসবে তালের বড়া বানাতে। তাই আমরা একদম রেডিমেড নিয়ে এসেছি। যেখানে তালের বড়া, লুচি, পায়ের, তালের ক্ষীর, ৫ রকমের মিষ্টি সবকিছুই রয়েছে।” এই রকম রেডিমেড থালি বাড়ির জন্য নিয়ে যেতে পেরে খুশি ক্রেতারাও। এই থালি দাম ৫০০ টাকা। পাওয়া যাবে এখনও বেশকিছুদিন।