Jangipur Woman বিয়ের ১৫ দিনও হয় নি। তার আগেই এই অবস্থা

Published By: Imagine Desk | Published On:

Jangipur Woman বিয়ের হয় নি ১৫ দিনও তার মাঝেই মর্মান্তিক পরিণতি ঘটল জঙ্গিপুরে এক গৃহবধূর। মঙ্গলবার   শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হল দেহ। ওই গৃহবধূর মাসি আইনুর বিবি জানান, এদিন সকালেই বাড়িতে জানানো হয় যে মেয়ে আর নেই। শ্বশুর বাড়ি গিয়ে দেহে মেয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে। পরিবারের দাবি আত্মঘাতী হয় নি ওই বধূ। দাবি,  খুন করা হয়েছে বধূকে।

Jangipur Woman কেন এই ঘটনা ?

দ্বিতীয় বিয়ের দুসপ্তাহের মধ্যেই মর্মান্তিক পরিণতি হল এই  যুবতীর। শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হল দেহ। ঘটনায় আটক অভিযুক্ত স্বামী । জানা গিয়েছে সপ্তাহ দুয়েক আগে রঘুনাথগঞ্জ থানার Raghunathganj Police Station গঙ্গাপ্রসাদ গ্রামের আজমীরা খাতুনের বিয়ে হয় ইছাখালী গ্রামের রফিকুল ইসলামের সাথে । বিয়ের পর থেকেই বধূর উপর নির্যাতন চলছিল বলে অভিযোগ । মঙ্গলবার সকালে বধূর পরিবার খবর পায় তাদের মেয়ের মৃত্যু হয়েছে। শ্বশুর বাড়ি গিয়ে দেহে মেয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে। পরিবারের দাবি আত্মঘাতী নয় খুন করা হয়েছে বধূকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে  Jangipur Superspecialty Hospital পাঠায়। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। কিভাবে বধূর মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ।