Jangipur আগামী ৮ ই জুলাই রাজ্য তৃণমূল TMC দপ্তরে জঙ্গিপুর পৌরসভার দলীয় কাউন্সিলরদের নিয়ে দলীয় বৈঠক ডাকলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি Subrata Bakshi। তাহলে কি জঙ্গিপুর পৌরসভায় অনাস্থা প্রস্তাব ঘিরে তৈরি হওয়া জটিলতার অবসান ঘটতে চলেছে? জল্পনা তুঙ্গে। জঙ্গিপুরে শাসক দলের বিবাদমান দুই গোষ্ঠীকে কলকাতায় তলব করেছেন দলের শীর্ষ নেতৃত্ব, যে কথা জানিয়েছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। তিনি বলেন, সব বিষয়টা রাজ্য নেতৃত্বকে আমরা জানিয়েছি। রাজ্য নেতৃত্ব ৮ জুলাই জেলা সভাপতি, চেয়ারম্যান, পৌরসভার নির্বাচিত কাউন্সিলারদের কলকাতায় ডেকেছেন। দলের নির্দেশ মেনেই আমরা চলবো।

Jangipur কলকাতায় ওই দিনের সভায় জেলা সভাপতি খলিলুর রহমান , তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান জাকির হোসেন, জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম সহ তৃণমূলের নির্বাচিত ১৫ জন কাউন্সিলরের উপস্থিত থাকার কথা। উল্লেখ্য, গত ২৬ শে জুন, জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দলেরই আট কাউন্সিলর। অনাস্থা প্রস্তাবে সমর্থন করেন বিজেপি ও কংগ্রেসের আরও তিন জন। প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পাল্টা বিস্ফোরক দাবী করেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম।
Jangipur চেয়ারম্যানের নিশানায় ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। পরের দিন ২৭ শে জুন, রঘুনাথগঞ্জের মঙ্গলজনে সাংসদ খলিলুর রহমানের বাসভবনে ভিড় করেন ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। পাল্টা তোপ দাগেন জাকির হোসেনও। ২৬ এর বিধানসভা ভোটের আগে জঙ্গিপুর এখন সরগরম। রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে শাসক দলের বিবাদমান দুই গোষ্ঠীর দ্বন্দ্ব কি মিটবে? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।