Jangipur SP Change সামসেরগঞ্জ, সুতি কান্ডের ১৫ দিনের মাথায় জঙ্গিপুর ও মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার বদল। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার ছিলেন আনন্দ কুমার রায়। তাঁর জায়গায় জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার হচ্ছেন অমিত কুমার সাউ। শালুয়ায় ইএফআর এর সিও হিসেবে বদলি করা হয়েছে আনন্দকুমার রায়কে। অমিত কুমার সাউ ছিলেন ডিসি টিপি (সাউথ)। তিনি জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিচ্ছেন।
মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার হিসেবে আসছেন কুমার সানি রাজ সিং। তিনি রাণাঘাট পুলিশ জেলার এসপি ছিলেন। মুর্শিদাবাদের এসপি ছিলেন সূর্য প্রতাপ যাদব । তিনি কোচবিহারে নারায়নী ব্যাটেলিয়ানের সিও হচ্ছেন।