এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

জঙ্গিপুরে বাইকে দুই সন্দেহভাজন, ব্যাগে দেশী বন্দুক। পুলিশের হানায় ভেস্তে গেল ছক

Published on: May 23, 2023

নিজস্ব সংবাদদাতা, জঙ্গিপুরঃ আগ্নেয়াস্ত্র হাত বদলের আগেই পুলিশের হানা। অস্ত্র সহ জঙ্গিপুরে গ্রেফতার ২। ২ জনের কাছ থেকে উদ্ধার ৫ টি দেশি বন্দুক, ১০ রাউন্ড গুলি। আটক আব্দুল জাকারিয়া শেখ ওরফে আকাশ শেখ এবং লাল্টু শেখ ওরফে মাইমুল শেখ ফারাক্কা থানার শিবনগর গ্রামের বাসিন্দা। এদিন ধৃতদের নিয়ে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুরের পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী। তিনি জানান , পুলিশের কাছে আগেই খবর ছিল অস্ত্র নিয়ে যাচ্ছিলেন দুই জন। এসআই মৃদুল বিশ্বাসের নেতৃত্বে চলে পুলিশের অভিযান। রঘুনাথগঞ্জের গদাইপুর মোড় থেকে আটক করা হয় দুই জনকে। বাইকে করে আগ্নেয়াস্ত্র নিয়ে ওমরপুর যাচ্ছিল দুজনে। অস্ত্র বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্র। বাইকে ঝোলানো ছিল ব্যাগ, সেই ব্যাগেই ছিল দেশী বন্দুক।
এদিন ধৃতদের পেশ করা হয় জঙ্গিপুর আদালতে। ৬ দিনের পুলিশ হেফাজতে পেয়েছে পুলিশ। কোথায় থেকে আনা হয়েছিল বন্দুক , কোথায় হচ্ছিল পাচার, তদন্ত করব দেখবে পুলিশ।
জঙ্গিপুরের পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী জানান , মাঝরাতে খবর পায় পুলিশ। রাত ২ টো থেকে ৩ টের মাঝে চলে অভিযান।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now