Jangipur News ভোটের বকেয়া টাকা আদায়ের হুঁশিয়ারি ডেকরেটর ব্যবসায়ীদের

Published By: Imagine Desk | Published On:

Jangipur News ২০২১ এর বিধানসভা ও ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের বকেয়া টাকা মেটাতে হবে। বকেয়া টাকার দাবিতে আন্দোলন চলবে । রঘুনাথগঞ্জে নবম জেলা সম্মেলন থেকে বকেয়া টাকা মেটানোর দাবি তুললেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ডেকরেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। রঘুনাথগঞ্জের রবীন্দ্রভবনে বুধবার ও বৃহস্পতিবার দুদিন ধরে চলল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ডেকরেটর ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন। সম্মেলনে জেলার ২৭টি ইউনিটি কমিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মূলত ২০২১ এর বিধানসভা ও ২০২৩ এর পঞ্চায়েত ভোটে ডেকরেটর ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায়ের দাবিতে সোচ্চার হলেন সংগঠনের সদস্যরা। জেলা প্রতিনিধিদের পাশাপাশি এই সম্মেলনে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গ ডেকরেটর সমন্বয় সমিতির রাজ্য সাধারণ সম্পাদক নির্মল চক্রবর্তী, রাজ্য সভাপতি মলয় ব্যানার্জী, কোষাধ্যক্ষ বিনয় অধিকারী, যুগ্ম সম্পাদক বিনয় চক্রবর্তী ও প্রতিটি জেলার সম্পাদক ও সভাপতিরা ।

Jangipur News এই সম্মেলন নিয়ে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক নির্মল চক্রবর্তী বলেন, ‘গত দুই নির্বাচনে আমাদের কাজের বকেয়া টাকা দেওয়া হয়নি। টাকা আদায়ে আন্দোলনে নামব। এছাড়াও বাল্য বিবাহ হলে ডেকরেটর বন্ধুরা প্রশাসনের নজরে আনবে। দুর্গা পুজোর সময় পুলিশি হয়রানি বন্ধ করতে প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হবে।’

Jangipur News  বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিন ৯৩ জনের জেলা কমিটি গঠিত হয়।