Jangipur News জঙ্গিপুর হাসপাতালে নতুন মর্গের উদ্বোধন, বসল ‘রেফ্রিজারেটেড ক্যাবিনেট’

Published By: Imagine Desk | Published On:

Jangipur News  দীর্ঘদিন ধরেই ছিল বেহাল অবস্থা। ছিল না ফ্রিজার। ফলে মৃতদেহ সংরক্ষণ হচ্ছিল মুশকিলের। সাথে দুর্গন্ধ ছড়াচ্ছিল আশেপাশে। সমস্যার সমাধান হল অবশেষে। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আরও একটি মর্গের উদ্বোধন হল। পুরনো মর্গের পাশেই নতুন মর্গ রুমের উদ্বোধন করা হল মঙ্গলবার। যা হাসপাতালের পরিকাঠামোকে আরও সুদৃঢ় করল বলেই মনে করছেন হাসপাতাল কর্তিপক্ষ। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানজঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ, জঙ্গিপুর মহকুমা শাসক একাম জে সিং সহ জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।  দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থার মধ্যে পুরনো মর্গে কাজ চালিয়ে যেতে হচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। অবশেষে প্রশাসনের উদ্যোগে  এবং সাংসদ খলিলুর রহমানের সাংসদ উন্নয়ন তহবিল থেকে জঙ্গিপুর সদর হাসপাতালের মর্গের সিক্স বডি মরচুয়ারী কেবিনেট নির্মিত হয়েছে।

Jangipur News নতুন এই মর্গ চালু হওয়ায় ভোগান্তি দূর হবে বলেই আশা করা হচ্ছে

Jangipur News জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন, ” জঙ্গিপুর মহকুমা হাসপাতালে যে মর্গ ছিল সেটাকে আমরা খারাপ অবস্থায় দেখেছিলাম। ফলে পরিবেশ দূষিত হচ্ছিল। মহকুমা শাসক , এস পি বিষয়টা লক্ষ্য করেন এবং আমাকে প্রস্তাব দেন যে সাংসদ তহবিল থেকে এর একটা রেমুনারেশন হোক, মানুষ যেন পাশাপাশি থাকতে পারে। সেই প্রস্তাবের সম্মতি জানিয়ে আজকে কাজটি অনুমতি দিয়ে শুভ উদ্বোধন হল।

Jangipur News
সাংসদ, চেয়ারম্যান, পুলিশ প্রশাসনিক কর্তারা

 

Jangipur News জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ বলেন, “কিছুদিন ধরেই আমরা দেখছিলাম যে এখানে মর্গে ফ্রিজারের খুব অসুবিধা ছিল। মৃতদেহ সংরক্ষণ খুবই দরকার। মৃত্যুর আগে ও পরে একটা মানবিক দিক থাকে। সাংসদ, এসডিও, হাসপাতাল সুপার সবার উদ্যোগেই এটা হল। ৬ টি ফ্রিজার কাজ করবে। রক্ষণাবেক্ষণ যাতে ঠিকভাবে হয় সেইদিকটা বিশেষ নজর দিতে বলা হয়েছে।

See also  Farakka News নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল গাড়ি! গেল প্রাণ