Jangipur News সামসেরগঞ্জের পাশাপাশি পুলিশের কড়া নজরদারী চলছে সুতি , ফারাক্কাতেও। বিশেষ পুলিশি অভিযানে উদ্ধার হচ্ছে প্রচুর বোমা। সুতি ও ফারাক্কায় পরপর দুদিনে তিন জায়গা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমান তাজা বোমা। বুধবার সুতির অরঙ্গাবাদ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শেখপুরা গ্রামে পুকুর পাড়ের অবর্জনার স্তূপের মধ্যে থেকে উদ্ধার হয় ড্রাম ভর্তি বোমা। বৃহস্পতিবার সকালে সুতির লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মী পুর গ্রামে নির্মিয়মান বাড়ির পাশে আমবাগান থেকে দুই বালতি বোমা উদ্ধার হয়। দুটি জায়গাতেই মোতায়েন রয়েছে পুলিশ।
Jangipur News পরপর দুদিন দুজায়গা থেকে বোমা উদ্ধারে আতঙ্কিত স্থানীয়রা। উদ্ধার হওয়া বোমা নিষ্কিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। বৃহস্পতিবার সকালে ফারাক্কার ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে জোড়পুকুড়িয়া এলাকাতেও বোমা উদ্ধার করেছে পুলিশ। কী কারনে কে বাবা কারা বোমা মজুত করেছিল তার তদন্তে নেমেছে পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ জানান, এলাকায় বিশেষ অভিযান চলছে। কোথাও কোন বোমা লুকিয়ে রাখা আছে কিনা তল্লাশি চলছে।