Jangipur Municipality পৌরসভার অধীনে আসছে পঞ্চায়েত এলাকা। বাড়তে চলেছে পৌর এলাকা! ২১ থেকে একধাক্কায় বেড়ে হতে পারে ২৬ থেকে ২৭ টি ওয়ার্ড! এই প্রশ্নই এখন ঘুরছে জঙ্গিপুরবাসীর মুখে মুখে। কেননা পৌর এলাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে পৌর কর্তৃপক্ষ। আর তাতেই আশার আলো জাগছে।
Jangipur Municipality মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভা ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত। বয়স ১৫৬ বছর। এই প্রাচীন পৌরসভার এলাকা বাড়তে চলেছে এবার। রাজ্য সরকারের নির্দেশ মতো প্রস্তাব পেশ করেছে পৌরসভার তৃণমূল বোর্ড। এই প্রস্তাবে রঘুনাথগঞ্জ ১ ব্লকের সুজাপুর, বাহাদিডাঙা, শ্রীকান্তবাটি জোড়াসাঁকো ও আইলের উপরেফ কালীতলা মোড় পর্যন্ত এলাকাকে জঙ্গিপুর পৌরসভার অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাঠানো হয়েছে।
Jangipur Municipality জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম জানান, ২০২৪ এর মাঝামাঝিতে সরকার থেকে নির্দেশ আসে। সেই নির্দেশের ভিত্তিতে পৌরসভার বাইরে ২ কিলোমিটার এলাকা বাড়াতে হবে। সেই নির্দেশ মতো প্রস্তাব দেওয়া হয়েছে। দফরপুর অঞ্চলের ৫ টি বুথ, জুরুর অঞ্চলের ৩ টি, মোটামুটি ৮ থেকে ১০ হাজার ভোট বাড়বে। তিনি আরও বলেন, পঞ্চায়েত থেকে যে বুথ গুলো উঠে আসবে তারা জঙ্গিপুর পৌরসভার পরিষেবা পাবে। গ্রাম্য এলাকায় ছোট ছোট কাজগুলো ভালো ভাবে হবে। যারা পঞ্চায়েত থেকে পৌরসভায় আসবে তারা খুব আনন্দিত, উৎসাহিত।
Jangipur Municipality বর্তমানে জঙ্গিপুর পৌরসভার মোট ২১ টি ওয়ার্ড। জঙ্গিপুর শহরে ১৩ টি ওয়ার্ড ও রঘুনাথগঞ্জ শহরে ৮ টি ওয়ার্ড। ২১ টি ওয়ার্ডে জনসংখ্যা ১ লক্ষ ৩০ হাজার। ভোটার সংখ্যা ৮০ হাজার। বর্তমানে এলাকা ৮.২০ বর্গ কিমি। নতুন এলাকা অন্তর্ভুক্ত হলে পৌরসভার জনসংখ্যা বাড়বে প্রায় ১০ হাজার। নতুন এলাকা বাড়লে পৌরসভার রাজস্ব আদায়ও অনেকটাই বাড়বে। পরিষেবা নিয়েও প্রতিশ্রুতি পৌর কর্তার।
Jangipur Municipality যদিও সিঁদুরে মেঘ দেখছে বিরোধীরা। জঙ্গিপুর পৌরসভার বিরোধী নেতা সিপিএম এর সুবীর রায় জানান, পৌরসভার মোট জায়গার ২০% বর্ধিত হতে পারে। সেই হিসেবে পৌরসভা থেকে প্রস্তাব গিয়েছে। যতটা প্রস্তাব গিয়েছে সবটা হবে না। সরকার যতটুকুর অনুমোদন দেবে। রেভিনিউ বাড়বে। বেশীরভাগ এখন আসে না। নিজস্ব তহবিল দিয়ে চালানোর জন্য পৌরসভা যদি এখন থেকে সচেষ্ট না হয় তাহলে আগামী দিনে সমস্যা আছে।