Jangipur Loksabha:  লোকসভা ভোটের আগে রণক্ষেত্র খড়গ্রাম

Published By: Madhyabanga News | Published On:

Jangipur Loksabha  লোকসভা ভোটের আগে রণক্ষেত্রর চেহারা নিল মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভার (Jangipur Loksabha) খড়গ্রাম থানার সাদল গ্রামে। সোমবার বিকেলে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি।  সাদল গ্রাম পঞ্চায়েতের সাদল গ্রামে হল শ্যুট আউট। প্রাথমিক অনুমান  গুলিবিদ্ধ হয়েছেন  চারজন বলে ।  পুলিশের প্রাথমিক অনুমান, জমি বিবাদ থেকেই চলে গুলি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই গোষ্ঠীর মধ্যে হয় সংঘর্ষ। দুই পক্ষই তৃণমূল কংগ্রেসের কর্মী।   আহতদের নিয়ে আসা হচ্ছে খড়গ্রাম  হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ।  এলাকায় রয়েছে উত্তেজনা। আগেও তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়েছে সাদল। ৯ আগস্ট পঞ্চায়েত বোর্ড গঠনের দিনই তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলের জেরে  সাদলে খুন হন এক তৃণমূল কর্মী। খুন হন পঞ্চায়েত সদস্য  শানোয়ারা বেওয়ার ছেলে হুমায়ুন কবির। এবার লোকসভা নির্বচনের আগে ফের গোষ্ঠীকোন্দল খড়গ্রামের সাদলে।