Jangipur Loksabha: লোকসভা ভোটের আগে এমপি ল্যাডের টাকা খরচ নিয়ে প্রশ্নের মুখে জঙ্গিপুরের বিদায়ী সাংসদ খলিলুর রহমান ( Khalilur Rahaman) । ২০২৩-২৪ অর্থবর্ষে বহরমপুরে সার্কিট হাউসে ব্যাডমিন্টন কোর্টে তৈরীতে খলিলুর রহমানের এমপি ল্যাড (MP LAD) তহবিল থেকে ২৫ লক্ষ টাকা দেওয়ায় উঠেছে প্রশ্ন। বহরমপুরে সার্কিট হাউসের উত্তর দিকে রয়েছে ওই ব্যাডমিন্টন কোর্ট। বিরোধীদের দাবি, সরকারি আধিকারিকদের ব্যবহারের জন্য তৈরি হচ্ছে ঐ ব্যাডমিন্টন কোর্ট।
জঙ্গিপুর লোকসভা (Jangipur Loksabha) কেন্দ্রে এলাকায় এতো সমস্যা থাকতে বহরমপুর শহরে সরকারি আধিকারিকদের জন্য ব্যাড মিন্টন কোর্ট তৈরি করতে কেন বরাদ্দ হবে সাংসদ তহবিলের টাকা ? প্রশ্ন তুলেছেন জঙ্গিপুরের সিপিএম নেতা সোমনাথ সিংহ রায়।
কার্যত প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও । অধীরের দাবি, তাঁর কাছেও জেলা শাসক সুইমিং পুলের টাকা চেয়েছিলেন কিন্তু তিনি না দেওয়ায় আটকে দেওয়া হয়েছে তাঁর সাংসদ তহবিলের টাকার কাজ। অধীর বলেছেন, “আমাদের এখানকার জেলা শাসক তাদের দলের। জেলা শাসক মানেই তৃণমূল দল । আর তৃণমূল দল মানেই জেলা শাসক । তাদের দলের কোন এমপির কাছে ব্যাডমিন্টনের টাকা চাইবে বলে আমার কিছু বলার নেই। এমপিরা দেয় কেন দেয় তাদেরকে জিজ্ঞেস করুন”।
আরও পড়ুনঃ Jangipur Loksabha: জঙ্গিপুরে কংগ্রেসের প্রচারে শামিল সিপিএমও
Jangipur Loksabha’র বিদায়ী সাংসদ খলিলুর রহমান নিজেই জানিয়েছেন, বহরমপুরে ব্যাডমিন্টন কোর্ট তৈরিতে ২৫ লক্ষ টাকা দিয়েছেন তিনি। স্পষ্ট করেছেন, জেলা শাসকের প্রস্তাবেই ওই টাকা দিয়েছেন তিনি।সাংসদ তহবিলের টাকা খরচ নিয়ে তৃণমূলের সাথে একাধিকবার সংঘাতে জড়িয়েছেন অধীর চৌধুরী। এবার তৃণমূলের খলিলুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সরগরম জেলার রাজনীতি।