এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Jangipur Land Conflict পুলিশ চলে যেতেই জমি বিবাদে উপপ্রধানের অনুগামীদের তান্ডব !

Published on: July 28, 2024
Jangipur Land Conflict

Jangipur Land Conflict জমি বিবাদের জেরে এবার মারধর, বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে। রঘুনাথগঞ্জ-২ ব্লকের গিরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান কারু সেখের অনুগামীদের বিরুদ্ধে উঠেছে অভিযোগ।

শনিবার দুপুরে রঘুনাথগঞ্জ থানার গিরিয়া পঞ্চায়েতের পাতলাটোলা এলাকায়। নুরুল হোদা নামে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ । আক্রান্ত পরিবারের দাবি, জমি বিবাদের জেরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা। আদালতের নির্দেশে পুলিশের সামনে ভাঙা হয় একটি পাঁচিল। এরপরেই উপপ্রধানের অনুগামীরা
নুরুল হুদার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন গিরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের ওই উপপ্রধান।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now