Jangipur সামসেরগঞ্জে ঘটে যাওয়া অশান্তির আবহে বদল হয়েছে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলার দুই পুলিশ সুপার। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপারের দায়িত্বে অমিত কুমার সাউ। মঙ্গলবার এসপি- অমিত কুমার সাউ এর নেতৃত্বেই বেতবোনায় যায় বিশাল পুলিশ বাহিনী। এদিন বেতবোনায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন খোদ পুলিশ সুপার । বর্তমানে কী পরিস্থিতি রয়েছে? কেমন আছেন তারা? খোঁজ খবর নেন। ঘর ছাড়া কেউ আছে কিনা? থাকলে তাদের ফিরে আসার ক্ষেত্রে আশ্বস্ত করা হয়। পুলিশ সুপারকে এলাকায় পেয়ে স্থানীয়রাও নিজেদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন। দীর্ঘক্ষণ ধরেই চলে জনসংযোগ।
Jangipur সামসেরগঞ্জের বেতবোনা গ্রাম। খেঁটেখাওয়া দরিদ্র পরিবারের বাস গ্রামে। কারও স্বামী পরিযায়ী শ্রমিক। কেউ দিনমজুর। কষ্টে উপার্জিত অর্থ দিয়ে কোনরকমে মাথা গোঁজার আশ্রয় বানিয়েছিলেন। তিলে তিলে গড়া সংসার মুহূর্তে শেষ! গ্রাম জুড়েই এখন ধ্বংসস্তুপ। চারিদিকে তাণ্ডবের চিহ্ন টাটকা। বাড়ির পর বাড়ি পুড়ে ছারখার। ভাঙাচোরা বাড়ি থাকার অযোগ্য। আতঙ্কে এই গ্রামের বহু পরিবার ঘর ছেড়ে আশ্রয় নিয়েছিলেন মালদার পারলালপুর হাইস্কুলে। সপ্তাহ খানেক আগেই এই বেতবোনা ছিল খবরের শিরনামে। ওয়াকফ আইনের বিরোধিতায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। প্রাণে বাঁচতে ঘর ছাড়ে বহু পরিবার। আবার ফিরেও আসে প্রশাসনিক সহায়তার আশ্বাসে। ঠাই হয় স্কুলের আশ্রয় কেন্দ্রে। সব নিয়েই বেতবোনা এখনও ছন্দে ফেরার চেষ্টায়। বেতবোনার পাশাপাশি এদিন পুলিশ সুপার শুলিতলা গ্রামেও যান। সেখানেও এলাকাবাসীদের সাথে কথা বলেন। ঘরে দেখেন এলাকা। এলাকাবাসীদের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা বজায় রাখার আশ্বাস দেওয়া হয়।