Jangipur ISF Candidate বাম, কংগ্রেসের সাথে নির্বাচনী সমঝোতা বাতিল হওয়ায় এবার জঙ্গিপুরেও প্রার্থী দিল নওশাদ সিদ্দিকির দল আইএসএফ ( Indian Secular Front) । শিল্পপতি সাজাহান বিশ্বাস জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী হচ্ছেন।
কে এই সাজাহান বিশ্বাস ?
সাজাহান বিশ্বাস জঙ্গিপুর মহকুমায় বিড়ি শিল্পের মালিক। তবে এর বাইরেও পরিচয় রয়েছে সাজাহান বিশ্বাসের। সুতির তৃণমূল কংগ্রেস বিধায়ক ইমানি বিশ্বাসের বড় দাদা তিনি। সম্পর্কে তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানের বড় ভাশুর । সেই সাজাহান বিশ্বাস জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী হচ্ছেন ।
কী জানিয়েছে আইএসএফ ?
শনিবার প্রকাশিত হল আইএসএফ-এর তৃতীয় দফার প্রার্থী তালিকা। সেখানে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে শাহজাহান বিশ্বাসের নাম ঘোষণা করে হয়েছে। এর আগে মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে আইএসএফ। ভগবানগোলা কেন্দ্রেও প্রার্থী দিয়েছে আইএসএফ।
ফের প্রার্থী একজন বিড়ি মালিক ?
এবার জঙ্গিপুরে ফের তৃণমূল প্রার্থী করেছে বিড়ি শিল্পের মালিক খলিলুর রহমানকে । এবার আইএসএফ-এর টিকিটে প্রার্থী আরেক বিড়ি মালিক ।
অস্বস্তিতে তৃণমুল ?
ত জঙ্গিপুরের বিদায়ী সাংসদ খলিলির রহমানের সাথে সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের টানাপোড়েন দীর্ঘদিনের। এই নিয়ে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমুল নেতাদের। এবার ইমানি বিশ্বাসের পরিবারের একজন আইএসএফ প্রার্থী হওয়ায় অস্বস্তি বেড়েছে তৃণমূল নেতাদের ।